ফটোগ্রাফি : পাতাবাহার গাছের ফটোগ্রাফি

in hive-144064 •  2 months ago  (edited)

হ্যালো প্রিয় বন্ধুরা,

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে পাতাবাহার গাছের ফটোগ্রাফি নিয়ে আসলাম। পাতাবাহার গাছ চেনেনা এরকম মানুষ অনেক কম আছে। পাতাবাহার গাছ বিভিন্ন রকমের হয়ে থাকে। পাতাবাহার গাছ যেকোনো বাড়িঘর বিভিন্ন ধরনের জায়গা সাজাতে লাগিয়ে থাকে। পাতাবাহার গাছ লাগালে জায়গা গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি যে কোন জায়গায় গেলে ওখানে পাতাবাহারগাছ দেখতে পায়। পাতাবাহার গাছ দিয়ে ঘরের সামনের দিকটা সাজালে দেখতে অনেক সুন্দর দেখাবে। আমার কাছে পাতা বাহার গাছ দেখতে অনেক ভালো লাগে। আমাদের প্রাইমারি স্কুলের সামনে পাতাবাহার গাছ অনেকগুলা রয়েছে। আমি একদিন স্কুল মাঠে গিয়েছিলাম তখন এই পাতাবাহার গাছ দেখতে পাই। তারপর আমি কয়েকটি ফটোগ্রাফি করি। আশা করি পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।

20240831_164147.jpg

20240831_164154.jpg

20240831_164200.jpg

20240831_164157.jpg

20240831_164203.jpg

device : Redme note 11
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@nhriyad
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @nhriyad

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

Thanks for sharing some interesting photography images again.

Your photography is very beautiful. There are many types of deciduous trees. Indeed, those leaves have different colors. Thanks a lot for sharing friend.

বাহ খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন তো আজকে আপনি। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

"ধন্যবাদ সবাইকে 💐🌟 পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লেগেছে 🙏। আশা করি সবাই নিজের ফটোগ্রাফি অনুষ্ঠানে যোগদান করবেন 📸।

ধন্যবাদ @nhriyad সম্প্রতি এই শিল্পীকে ফটোগ্রাফ করায় 🙏।

আমরা @xpilar.witness-এ ভোট দিয়ে সহযোগিতা করি, ধন্যবাদ। https://steemitwallet.com/~witnesses এ গিয়ে ভোট দিন 🙏।