হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আমাদের এলাকার বন্যার পানি নিয়ে শেয়ার করব। আমাদের গ্রামের বৃষ্টির কারণে অনেক বেশি মাত্রায় পানি উঠে গেছে। সব জায়গায় বাড়ি ঘরে পানি উঠে গেছে। আমাদের বাড়িতে অনেক বেশি মাত্রায় পানি উঠে গেছে। আমাদের বাড়িতে একটি ঘরের ভিতর পানি ঢুকে গেছে।
আমাদের ঘরের ভিতরে ঢুকতে এখনো সময় লাগবে। এবং কি আমাদের গ্রামে অনেক বাড়িতে ঘরে পানি ঢুকে গেছে। আমাদের দেশের অনেক জায়গায় অনেক বেশি মাত্র পানি উঠে গেছে। এগুলো দেখে অনেক খারাপ লাগে। কিছু জায়গার পানি সব কিছু ভেঙে নিয়ে চলে যাইতেছে। আমাদের এদিকে এরকম কিছু না হলেও অনেক পানি বাড়ি ঘরে উঠে গেছে। আমাদের ঘরের চারপাশে অনেক পানি। আমাদের পাশের এলাকায় রাস্তাঘাট সবগুলো পানির নিচে চলে গেছে। ঘরের মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে অনেক মানুষ দুশ্চিন্তায় রয়েছে।
কিন্তু যারা সাগর অথবা নদীর কাছে রয়েছে তাদের বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাইতেছে। আমাদের এলাকায় কয়েকটি বাড়ি আছে এখনো নিরাপদ স্থানে। আমাদের বাড়ির নিচ হওয়ার কারণে অনেক বেশি মাত্রায় পানি উঠেছে। যাদের বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন। কিছু জায়গায় অনেক মানুষ মারা যাচ্ছে। অনেক জায়গায় সেনাবাহিনী নৌকা দিয়ে মানুষদেরকে সহযোগিতা করছে। যাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা অনেক কষ্টে রয়েছে। আমাদের এদিকে তাদের দিক থেকে অনেক ভালো রয়েছে। কিন্তু তাদের এই কষ্ট দেখে অনেক খারাপ লাগে। অনেক মানুষ খাবারের জন্য অনেক কষ্ট করতেছে। তাদের থেকে আমরা কিছুটা ভালো আছি। আমাদের এদিকের মানুষের জন্য সবাই দোয়া করবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1826531608335143042?t=wKkPpS9i7WWfeXeMsVXtYw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
In your area, I see that it is submerged in water. But I pray that everyone will be saved from danger very soon. Good luck to all.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit