হ্যালো বন্ধুরা ,, কি অবস্থা সবার ? কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ যদিও সময়টা একটু বেশিই বাজে যাচ্ছে ৷ তবুও এই ভালো খারাপের মাঝে আপাতত ভালো আছি , সুস্থ আছি ৷ যাই হোক , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এলাম ৷ আশা করি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আপনাদের সবার ভালো লাগবে ৷
আজকের ফটোগ্রাফি গুলো একটু অন্যরকম , একটু আলাদা ৷ এই ফটোগ্রাফি গুলো আমি দুদিন আগে করেছিলাম ৷ সেদিন সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে থমকে থমকে ৷ খুব বেশিও না আবার , টুপটাপ বৃষ্টি লাগাতার লেগেই আছে ৷ তার মাঝে বাতাস ৷ সব মিলিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ৷ সেদিন দুপুরে বৃষ্টি আর বাতাসের মাঝেই বাইরে বের হয়েছিল একটু ঘুরতে ৷ বেশ ভালোই লাগছে এমন শীতল আবহাওয়া ৷ অনেক দিন ধরেই আমাদের এদিকে বৃষ্টি নেই ৷ নেই তেমন ঠান্ডা বাতাস ৷ সেদিনের এমন আবহাওয়া আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে ৷ তাই প্রকৃতির এই স্বাদ উপভোগ করার চেষ্টা করছি ৷ হাতে ছাতা আর মুঠোফোনটা নিয়ে আশেপাশের রাস্তার হেটে হেটে ঘুরছি ৷ ভেজা রাস্তার পাশেই ফুটে আছে সাদা রঙের এক চমৎকার ফুল ৷ হঠাৎই চোখে পড়লো ফুলটি ৷ এই ফুলটি আমার বেশ পরিচিত ৷ তবে এই ফুলটির সম্পর্কে তেমন ধারনা নেই আমার ৷ বাতাসে ফুলটি বেশ দোল খাচ্ছে ৷ তারমাঝে আবার টিপটিপ করে টুপটাপ বৃষ্টি পড়ছে ৷ সব মিলিয়ে দৃশ্যেটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে ৷ তাই ফুলটির কাছি গিয়ে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ৷
এই ফুলটির নাম ল্যান্টেনা ফুল ৷ দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং ভীসণ ভালোলাগা মতো একটি ফুল ৷ এই ফুলের সৌন্দর্য দেখলে যেকেউই মুগ্ধ হয়ে যাবে ৷ ফুলটির বিভিন্ন কালার রয়েছে ৷ তবে আজ আমি সাদা রঙের ল্যান্টেনা ফুলের সৌন্দর্য তুলে ধরলাম ৷ এই ফুলটি সাধারণত একটি বনফুল ৷ বন জঙ্গলে এই ফুলটি প্রচুর দেখা যায় ৷
আমি যখন ল্যান্টেনা ফুলের এই ফটোগ্রাফি গুলো করি তখন প্রচুর বাতাস হচ্ছে আর বাতাসে ফুলের গাছ গুলো দোল খাচ্ছে ৷ তাই ফটোগ্রাফি গুলো দেখতে একটু অন্যরকম হয়েছে ৷ আর এই বিষয়টাই আমার কাছে ভীসণ ভালো লেগেছে ৷ তাই সবটাই আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি ফটোগ্রাফি গুলো এবং আমার অনুভূতি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষণ পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
Beauty of creativity || বাংলাদেশ || 08 Aug 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow very nice flower photography shared bhai. The photography of lantana flowers was quite amazing
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালারফুল প্রত্যেকটি ফটোগ্রাফি কিন্তু সবার কাছে বেশ ভালো লাগে। আজকেও আপনি যেই ফটোগ্রাফি গুলো করলেন আমার কাছে মাঝখানের ফটোগ্রাফিটি অনেক ভালো লাগলো। পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কি দুর্দান্ত ফুল ফটোগ্রাফি করেছেন? আমাদের সাথে এমন চমৎকার ফুল ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit