আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা ড্রইং নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে খড়ের ঘর অংকন করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি। আশা করি আমার আজকের ড্রইং আপনাদের কাছে পছন্দ হবে।চলুন ড্রইং টা দেখে আসি। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টটা করেছি।
উপকরণ-
১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪। বিভিন্ন কালার রঙ।
প্রথম ধাপ-
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে ঘরের অংকন করার জন্য একটা ত্রিভুজ অংকন করে নিলাম।
দ্বিতীয় ধাপ-
এরপর আমি ত্রিভুজটির পাশে আরেকটা আয়তাকার করে অংকন করে ঘরের চালটা অংকন করা শেষ করলাম।
তৃতীয় ধাপ-
এরপর আমি চালের সাথে নিচের দিকে তিনটা দাগ দিলাম। মাঝের বড়।ডানেরটা একটু ছোট এবং বামেরটা সবচেয়ে ছোট।
চতুর্থ ধাপ-
এবার তিনটা দাগের মাথাগুলো এক সাথে করে দিলাম। তারপর একটু ফাক দিয়ে আবার দাগ দিয়ে ঘরের ডুয়া বানিয়ে নিলাম।
পঞ্চম ধাপ-
এরপর আমি ঘরের দরজা এবং জানালা গুলো অংকন করলাম।
ষষ্ঠ ধাপ-
ঘর অংকন করা শেষ এবার কালার করা শুরু করলাম। আমি প্রথমে ঘরের চালটা কালার করে নিলাম।
সপ্তম ধাপ-
এরপর আমি ধাপে দাপে ঘরের দেওয়ালগুলো কালার করলাম।
অষ্টম ধাপ-
এবার আমি ১০বি পেন্সিল ব্যবহার করে সকল দাগগুলো খুব গাঢ় করে দিলাম।
নবম ধাপ-
দাগগুলো গাঢ় করে দেওয়ার পর আমি আবার ১০বি পেন্সিল ব্যবহার করে খড়ের চালটার খড়ের আখগুলো দেওয়ার চেষ্টটা করলাম।যাতে বোঝা যায় এটা খড়ের চাল।তারপর আমি পেন্সিল দিয়ে দরজা,জানলা এবং ডুয়াটা কালো করে দিলাম।
এভাবে আমি আজকে খুব সহজেই ধাপে ধাপে।খড়ের চালের ঘর অংকন করলাম।আশা করি আপনারা সকলে খুব সহজেই বুঝতে পেরেছেন।আমি চেষ্টটা করেছি আপনাদেরকে সহজ ভাবে দেখানোর। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।
Cc:
@blacks.
@faisalamin
@tanuja