আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে আমার আকাঁ একটা সুন্দর ছবি শেয়ার করব। আশা করি আপনাদের পছন্দ হবে।আজকে আমি একটা পাঁকা আমের ঝোপ ড্রইং করেছি।আমি ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো খুব সহজেই দেখানোর চেষ্টটা করেছি।আপনারা আমার ধাপগুলো খুব সহজেই অনুসরণ করে ছবিটা আঁকাতে পারবেন।চলুন দেখে আসি কিভাবে ছবিটা আঁকাতে হবে।
ছবিটা আকাঁনোর প্রয়োজনীয় উপকরণ-
১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।বিভিন্ন ধরনের কালার রঙ।
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে ছবিটা এঁকেছি। আমি ধাপে ধাপে ছবিটা আঁকলাম। প্রথমে আমি ডাল এরপর আস্তে আস্তে আমগুলো এবং পাতাগুলো অংকন করলাম।অংকন করার পর আমি কালার করা শুরু করলাম।প্রথমে আমি ধাপে ধাপে পাতাগুলোর কালার করলাম।এরপর আমি আমের কালার করলাম।আমি এখানে সবগুলো আম পাঁকা আমের কালার করলাম।সব কিছু কালার করার পর আমি শেষে ১০বি পেন্সিল ব্যবহার করে সব আউটলাইন গুলো গাঢ় করে দিলাম।আমি খুব সহজেই ধাপে ধাপে ছবিটা এঁকেছি। নিচে আমি ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো দেখানোর চেষ্টটা করেছি।আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।
ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো নিম্নরূপ -
প্রথম ধাপ-
দ্বিতীয় ধাপ-
তৃতীয় ধাপ-
চতুর্থ ধাপ-
পঞ্চম ধাপ-
ষষ্ঠ ধাপ-
সপ্তম ধাপ-
অষ্টম ধাপ-
নবম ধাপ-
দশম ধাপ-
এগারোতম ধাপ-
বারোতম ধাপ-
তেরোতম ধাপ-
চৌদ্দতম ধাপ-
পনেরোতম ধাপ-
ষোলোতম ধাপ-
আশা করি আমার আজকের আকাঁনো ছবিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে।আমি খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি।আপনারা চাইলে বাসায় চেষ্টটা করতে পারেন।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।আশা করি আবার দেখা হবে পরে কোনো নতুন ধরনের পোষ্ট নিয়ে।
Cc:
@blacks
@faisalamin
@beautycreativity
Nice sketching
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit