সবাইকে-অভিনন্দন
আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি ।Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।
উপকরণ
১. রঙিন কাগজ।
২.স্কেল।
৩.আটা।
৪.কাচি।
৫.পেন্সিল।
ধাপ০১
প্রথম একটি লাল রঙিন কাগজ নিলাম।
ধাপ ০২
এরপর কাগজটি ৮×৮ সেন্টিমিটার কেটে নিলাম।
ধাপ ০৩
এরপর কাগজ টিকে মাঝখান দিয়ে ভাজ করে দিলাম।
ধাপ ০৪
এরপর পেন্সিল দিয়ে ফুলের পাপড়ির আকারে আর্ট করে নিলাম।
ধাপ ০৫
এরপর পপির আকারে গোল করে কেটে দিলাম এবং জবা ফুলের পাপড়ি তৈরী করে নিলাম।
ধাপ ০৬
এরপর ৭×৫ সেন্টিমিটার আকারে কাগজ কেটে নিলাম।
ধাপ ০৭
এরপর কেটে নেওয়া কাগজ টিকে গোল করে ভাঁজ করে নিলাম।
ধাপ ০৮
এরপর আবার ৬×৫ সেন্টিমিটার আকারে একটি কাগজ কেটে নিলাম।
ধাপ ০৯
এরপর কাগজটিকে কেটে কেটে নিলাম।
ধাপ ১০
এরপর গোল করে রাখা কাগজটির সাথে কেটে নেওয়া কাগজটি জুড়ে নিলাম। এবং ফুলের সুরটি তৈরী করে নিলাম।
ধাপ ১১
এরপর ফুলের পাপড়ির সাথে সুরটি জুড়ে দিলাম।
ধাপ১২
এরপর ১৫×৫ সেন্টিমিটার আকারে সবুজ কাগজ কেটে নিলাম।
ধাপ ১৩
সবুজ কাগজের মাধ্যমে ফুলের ডাটা তৈরী করে নিলাম।
ধাপ ১৪
এরপর ডাটার সাথে ফুলের পাপড়ি জুড়ে দিলাম।
ধাপ ১৫
এরপর সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করে নিলাম।
ধাপ ১৬
এরপর পাতাগুলি ডাটার সাথে জুড়ে দিলাম এবং এভাবেই তৈরী করে নিলাম সুন্দর রঙিন কাগজের জবা ফুল।
আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই Beauty of creativity এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@rayhan4747