[প্রসঙ্গঃ রঙ্গিন কাগজ দিয়ে খরগোশ তৈরি।]

in hive-144064 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG20220205190439.jpg



উপকরণ


১. রঙিন কাগজ।
২. স্কেল।
৩. কাঁচি।
৪. আটা।
৫. পেন্সিল।


ধাপ ০১

IMG20220205172007.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিলাম।


ধাপ ০২

IMG20220205172701.jpg

তারপর রঙিন কাগজ টিকে লম্বায় ১৭সেন্টিমিটার এবং প্রস্থ ৫ সেন্টিমিটার কেটে নিলাম।


ধাপ ০৩

IMG20220205172831.jpg

এরপর কাগজটিকে দুই পাশে সমান করে ভাঁজ করে নিলাম।


ধাপ ০৪

IMG20220205173210.jpg
এরপর কাগজের দুই মাথা আটা দিয়ে ভালোভাবে জুড়ে নিলাম। এর মাধ্যমে খরগোশের শরীর তৈরী হয়ে গেল।


ধাপ ০৫

IMG20220205173353.jpg

এরপর ৩×৩ সেন্টিমিটার আকারে কাগজ কেটে নিলাম।


ধাপ ০৬

IMG20220205173653.jpg

এরপর কেটে নেয়া কাগজের মাধ্যমে খরগোশের সামনের পা দুটি তৈরি করে নিলাম।


ধাপ ০৭

IMG20220205173910.jpg

এরপর খরগোশের শরীরের সাথে সামনের পা দুটি আটার সাহায্য সাহায্যে জুড়ে দিলাম।


ধাপ ০৮

IMG20220205174058.jpg

এরপর ৭×৫ সেন্টিমিটার আকারে কাগজ কেটে নিলাম।


ধাপ ০৯

IMG20220205174524.jpg

এরপর কেটে নেওয়া কাগজ থেকে খরগোশের পিছনে দুটি পা তৈরী করে নিলাম।


ধাপ ১০

IMG20220205174916.jpg

এরপর তৈরি করা পা দুটি খরগোশের শরীরের সাথে আটার মাধ্যমে জুড়ে দিলাম।


ধাপ ১১

IMG20220205175258.jpg

এরপর ১৪×১৪ সেন্টিমিটার আকারে কাগজ কেটে নিলাম।


ধাপ ১২

IMG20220205180316.jpg

এরপর কেটে নেওয়া কাগজ হতে খরগোশের কান ও মাথা তৈরী করে নিলাম।


ধাপ ১৩

IMG20220205181321.jpg

এরপর খরগোশের চোখ দুটি তৈরী করে নিলাম।


ধাপ ১৪

IMG20220205182015.jpg
এরপর খরগোশের মুখ ও নাক তৈরী করে নিলাম।


ধাপ ১৫

IMG20220205184404.jpg

এরপর খরগোশের গলা তৈরি করে নিলাম।


ধাপ ১৬

IMG20220205185137.jpg

এরপর গলাটি আটার মাধ্যমে খরগোশের শরীরের সাথে জুড়ে দিলাম।


ধাপ ১৭

IMG20220205190339.jpg

এরপর মাথাটি খরগোশের গলার সাথে আটার মাধ্যমে জুড়ে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের খরগোশ।


আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @rayhan4747
Make an introduction post in the community to get yourself labeled as Verified Member.

Make sure you add a verification picture in your introduction post

Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You

Thank you for your information .