সবাইকে-অভিনন্দন
আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, বড় পুকুরিয়া বিলে ভ্রমণ। চলুন তাহলে দেখে নেয়া যাক।
শুরু করা যাক ভ্রমণের গল্প, দীর্ঘদিন ধরে বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল,করোনা সমস্যার কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়না। এতে করে পড়ালেখায় ও কাজকর্মে তেমন ভালো ফলাফল আসছিল না।এতে করে অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম যে কোথাও ঘুরতে যেতে হবে। এরপর চিন্তাভাবনা করে ঠিক করলাম আমার পার্বতীপুর শহরেই বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বিলে ঘুরতে যাওয়ার কথা। এবিল কি আসলে কয়লা খননের ফলে সৃষ্ট।এরপর আমি ও আমার এক বন্ধু মিলে আমাদের মোটর সাইকেলে ঘুরতে গেলাম বড় পুকুরিয়া বিলে।
প্রায় আমার বাসা থেকে আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বিলে। এরপর বিলের মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সেখানে শত শত অতিথি পাখির সমাগমে বিলটি মুখরিত হয়েছিল। সেখানের পানিগুলো খুবই টলটলে পানি দেখলেই সেখানে সাঁতার কাটতে ইচ্ছা করে। কয়লা ক্ষরণের ফলে বিলের এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে, এর ফলে সেখানের বাসিন্দাদের অন্য স্থানে হস্তান্তর করা হয়। সেখানের একটি মসজিদ ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে অধিক পানির কারণে। অনেক বসতবাড়ি তলিয়ে যাওয়ার ফলে কিছুটা খারাপ লাগছে, তার পরেও বিলের প্রাকৃতিক পরিবেশ অনেক মনমুগ্ধকর। সেখানে রয়েছে নারিকেল গাছ, খেজুর গাছ সহ আরো অনেক গাছপালা।
এখানে নৌকা ও স্পিড বোট রয়েছে বিলের পানিতে ঘুরে বেড়ানোর জন্য। বিলের পানিতে অনেক জলজ উদ্ভিদ জন্ম নিয়েছে, সেগুলোর জন্য বিলের পানির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বাড়িতে বসে বসে শরীর ও মনের একঘেয়েমি দূর হয়ে গিয়েছে। বিলে চারিপাশের শুধু টলটলে পানি আর পানি যা দেখে যে কোন মানুষেরই মন সুন্দর হয়ে যাবে। আমি ও আমার বন্ধু দুজনে মিলে বিলের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করেছি। মন ভালো করার জন্য সকলেরই উচিত ঘুরে বেড়ানো। এতে করে অনেক জিনিস নতুন করে জানা ও শেখা যায়। নতুন নতুন জায়গা সম্পর্কে অভিজ্ঞতা হয়।
স্থান লোকেশন
https://w3w.co/saturate.dictation.hopes
| Device | oppo | A | 12 |
আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই Beauty of creativity এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@rayhan4747