[প্রসঙ্গঃ লাউ ও ডিম দিয়ে খিচুড়ি রান্না।]

in hive-144064 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, লাউ ও ডিম দিয়ে সুস্বাদু খিচুড়ি রান্না। চলুন তাহলে দেখে নেয়া যাক।



উপকরণ

IMG20220212201351.jpg

IMG20220212201417.jpg

IMG20220212203028.jpg

IMG20220212201511.jpg

IMG20220212201446.jpg
১. লাউ।
২. ডিম।
৩. চাল।
৪. আলু।
৫. মরিচ,পেঁয়াজ ,আদা ও রসুন।


ধাপ ০১

IMG20220212201351.jpg
প্রথমে একটি কচি লাউ নিলাম এরপর লাউ টিকে কুচি কুচি করে কেটে নিলাম।


ধাপ ০২

IMG20220212201417.jpg

এরপর পেঁয়াজগুলো কে গোল গোল করে কেটে নিলাম।


ধাপ ০৩

IMG20220212201432.jpg

এরপর মরিচ, আদা ও রসুন কেটে নিলাম।


ধাপ ০৪

IMG20220212203028.jpg

এরপর আলু গুলোকে চারকোনা করে কেটে নিলাম।


ধাপ ০৫

IMG20220212201511.jpg
এরপর চাল ধুয়ে নিলাম ‌।


ধাপ ০৬

IMG20220212202608.jpg

এরপর রাইস কুকারে লাউ, আলুর সাথে তেল, পেঁয়াজ- মরিচ, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, পরিমাণমতো দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে দিলাম।


ধাপ ০৭

IMG20220212204817.jpg

এরপর লাউ আলু গুলো কিছুক্ষণ রাখার পর এভাবেই সিদ্ধ করে নিলাম।


ধাপ ০৮

IMG20220212204932.jpg

এরপর ধুয়ে রাখা চালগুলো সিদ্ধ করে নেওয়া লাউ আলুর মধ্যে দিয়ে দিলাম।


ধাপ ০৯

IMG20220212205057.jpg
এরপর চালের মধ্যে পরিমান মতো পানি দিয়ে দিলাম এবং রাইস কুকারের ঢাকনা দিয়ে দিলাম।


ধাপ ১০

IMG20220212211633.jpg

এরপর চালগুলো যখন সিদ্ধ হয়ে গেল তাতে ২ টি ডিম ভেঙে দিলাম এবং সেগুলো কে ভালোভাবে মিশিয়ে দিলাম।


ধাপ ১১

IMG20220212211822.jpg
এরপর খিচুড়ির স্বাদবাড়ানোর জন্য তাতে ম্যাগি মসলা দিয়ে দিলাম এবং সেগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম।


ধাপ ১২

IMG20220212212931.jpg

এরপর খিচুড়ির উপর কিছু টমেটো গোল গোল করে কেটে সাজিয়ে দিলাম।


ধাপ ১৩

IMG20220212213048.jpg

এরপর খিচুড়ির সাথে আমার একটা সেলফি নিয়ে নিলাম এবং এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ ও ডিম দিয়ে খিচুড়ি ‌।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!