[প্রসঙ্গঃ রঙ্গিন কাগজ দিয়ে লাভ কার্ড তৈরি।]

in hive-144064 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে লাভ কার্ড তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG20220217230244.jpg

IMG20220217230402.jpg



উপকরণ

IMG20220217193816.jpg
১. রঙ্গিন কাগজ।
২. পেন্সিল।
৩. আটা।
৩. কাচি।
৫. স্কেল।


ধাপ ০১

IMG20220217193729.jpg

প্রথম একটি শক্ত কাগজ নিলাম।


ধাপ ০২

IMG20220217195823.jpg

তারপর লাল রঙের রঙ্গিন কাগজ দিয়ে শক্ত কাগজ টিকে ভালোভাবে মুরে নিলাম।


ধাপ ০৩

IMG20220217201832.jpg

এরপর একটি সাদা কাগজ নিলাম।


ধাপ ০৪

IMG20220217202535.jpg
এরপর পেন্সিল দিয়ে কাগজে দাগ কেটে নিলাম।


ধাপ ০৫

IMG20220217202837.jpg

এরপর দাগ কেটে নেওয়া কাগজ টিকে কাঁচি দিয়ে কেটে নিলাম।


ধাপ ০৬

IMG20220217210208.jpg

এরপর কেটে নেওয়া কাগজ টিকে মাঝ বরাবর ভাজ করে নিলাম এবং কেটে নেওয়া অংশগুলোকে সামনের দিকে বের করে দিলাম।


ধাপ ০৭

IMG20220217212847.jpg

এরপর আবার একটি লাল কাগজ নিলাম।


ধাপ ০৮

IMG20220217213159.jpg

এরপর লাল কাগটি থেকে লাভ আকারে ছোট ছোট করে কেটে নিলাম।


ধাপ ০৯

IMG20220217214241.jpg

এরপর কেটে নেওয়া লাভ গুলোকে কাগজের সাথে জুড়ে দিলাম।


ধাপ ১০

IMG20220217214836.jpg

এরপর আবার একটি লাল কাগজ নিলাম।


ধাপ ১১

IMG20220217215400.jpg

এরপর লাল কাগজটি দিয়ে( I ❤️U) আকারে অক্ষর কেটে নিলাম।


ধাপ ১২

IMG20220217215854.jpg

এরপর কাগজের সাথে অক্ষরগুলি জুড়ে দিল।


ধাপ ১৩

IMG20220217221313.jpg

এরপর আবার একটি লাল কাগজ গোল করে কেটে নিলাম।


ধাপ ১৪

IMG20220217222642.jpg
এরপর কাগজ থেকে গোলাপ ফুল বানিয়ে নিলাম এবং কার্ডের উপরে আটা দিয়ে জুড়ে দিলাম।


ধাপ ১৫

IMG20220217223219.jpg

এরপর এটি সবুজ কাগজ নিলাম।


ধাপ ১৬

IMG20220217224230.jpg
এরপর সবুজ কাগজ থেকে গোলাপ ফুলের পাতা বানিয়ে নিলাম।


ধাপ ১৭

IMG20220217224601.jpg

এরপর কেটে নেওয়া পাতা ও ডাটা ফুলের সাথে জুড়ে দিলাম।


ধাপ ১৮

IMG20220217225905.jpg

এরপর কার্ডের উপরে সাদা কাগজে(Happy birthday) লিখে দিলাম এভাবেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ রঙিন কাগজের লাভ কার্ড।


আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই Beauty of creativity এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

It's realy mice that you have make Love card by the color paper, good job dear,keep it up.Thanks for sharing.

Thank you very much dear