সবাইকে-অভিনন্দন
আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে লাভ কার্ড তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।
উপকরণ
১. রঙ্গিন কাগজ।
২. পেন্সিল।
৩. আটা।
৩. কাচি।
৫. স্কেল।
ধাপ ০১
প্রথম একটি শক্ত কাগজ নিলাম।
ধাপ ০২
তারপর লাল রঙের রঙ্গিন কাগজ দিয়ে শক্ত কাগজ টিকে ভালোভাবে মুরে নিলাম।
ধাপ ০৩
এরপর একটি সাদা কাগজ নিলাম।
ধাপ ০৪
এরপর পেন্সিল দিয়ে কাগজে দাগ কেটে নিলাম।
ধাপ ০৫
এরপর দাগ কেটে নেওয়া কাগজ টিকে কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ ০৬
এরপর কেটে নেওয়া কাগজ টিকে মাঝ বরাবর ভাজ করে নিলাম এবং কেটে নেওয়া অংশগুলোকে সামনের দিকে বের করে দিলাম।
ধাপ ০৭
এরপর আবার একটি লাল কাগজ নিলাম।
ধাপ ০৮
এরপর লাল কাগটি থেকে লাভ আকারে ছোট ছোট করে কেটে নিলাম।
ধাপ ০৯
এরপর কেটে নেওয়া লাভ গুলোকে কাগজের সাথে জুড়ে দিলাম।
ধাপ ১০
এরপর আবার একটি লাল কাগজ নিলাম।
ধাপ ১১
এরপর লাল কাগজটি দিয়ে( I ❤️U) আকারে অক্ষর কেটে নিলাম।
ধাপ ১২
এরপর কাগজের সাথে অক্ষরগুলি জুড়ে দিল।
ধাপ ১৩
এরপর আবার একটি লাল কাগজ গোল করে কেটে নিলাম।
ধাপ ১৪
এরপর কাগজ থেকে গোলাপ ফুল বানিয়ে নিলাম এবং কার্ডের উপরে আটা দিয়ে জুড়ে দিলাম।
ধাপ ১৫
এরপর এটি সবুজ কাগজ নিলাম।
ধাপ ১৬
এরপর সবুজ কাগজ থেকে গোলাপ ফুলের পাতা বানিয়ে নিলাম।
ধাপ ১৭
এরপর কেটে নেওয়া পাতা ও ডাটা ফুলের সাথে জুড়ে দিলাম।
ধাপ ১৮
এরপর কার্ডের উপরে সাদা কাগজে(Happy birthday) লিখে দিলাম এভাবেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ রঙিন কাগজের লাভ কার্ড।
আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই Beauty of creativity এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@rayhan4747
It's realy mice that you have make Love card by the color paper, good job dear,keep it up.Thanks for sharing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much dear
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit