[প্রসঙ্গঃ ইংরেজি অক্ষর (love ) সুন্দর একটি কাপল ছবির পেন্সিল আর্ট]

in hive-144064 •  3 years ago 

সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।Beauty of creativity এর সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি। ইংরেজি অক্ষর(love) দিয়ে সুন্দর একটি কাপল ছবির পেন্সিল আর্ট ।চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG20220207154038.jpg


উপকরণ

IMG20220207145740.jpg

১. সাদা কাগজ।
২. একটি পেন্সিল।
৩. একটি রাবার বা ইরেজার।


ধাপ০১

IMG20220207145840.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিলাম।


ধাপ ০২

IMG20220207150602.jpg

এরপর ইংরেজি অক্ষর (love) লিখে নিলাম।


ধাপ ০৩

IMG20220207150827.jpg

এরপর অক্ষর (l) এর মাথায় একটি বেলুন আর্ট করে নিলাম।


ধাপ ০৪

IMG20220207150952.jpg
এরপর অক্ষর(O) এ মেয়েটির মাথার ঝুটি আর্ট করে নিলাম।


ধাপ ০৫

IMG20220207151158.jpg
এরপর মেয়েটির কান ও মাথার পুরো চুল আর্ট করে নিলাম।


ধাপ ০৬

IMG20220207151243.jpg

এরপর মেয়েটির চোখ ও মুখ আর্ট করে নিলাম।


ধাপ ০৭

IMG20220207151403.jpg
এরপর মেয়েটির হাত আর্ট করে নিলাম। এমনভাবে আর্ট করলাম যাতে বোঝা যায় যে মেয়েটির বেলুনের সুতা ধরে আছে।


ধাপ ০৮

IMG20220207151546.jpg
এরপর মেয়েটির জামা আর্ট করে নিলাম।


ধাপ ০৯

IMG20220207151754.jpg
এরপর মেয়েটির পা আর্ট করে নিলাম।


ধাপ ১০

IMG_20220207_183032.jpg
এরপর অক্ষর (V) দিয়ে সুন্দর একটি লাভ আর্ট করে নিলাম


ধাপ ১১

IMG20220207152310.jpg

এরপর অক্ষর (E) এর উপর ছেলেটির মাথার ক্যাপ আর্ট করে নিলাম।


ধাপ ১২

IMG20220207152438.jpg
এরপর ছেলেটির কান ও চুল আর্ট করে নিলাম।


ধাপ ১৩

IMG20220207152525.jpg
এরপর ছেলেটির চোখ ও মুখ আর্ট করে নিলাম।


ধাপ ১৪

IMG20220207152804.jpg
এরপর ছেলেটির গায়ের কাপড়, হাত আর্ট করে নিলাম। এবং ছেলেটির হাতে একটি ফুল আর্ট করে দিলাম।


ধাপ ১৫

IMG20220207154038.jpg
এরপর ছেলেটির পা আর্ট করে নিলাম এবং এভাবেই মিষ্টি একটি ছেলে ও একটি মেয়ের কাপল ছবি সম্পূর্ণ আর্ট করে নিলাম।


আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই Beauty of creativity এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your painting is interesting to see, thank you for sharing with us.

You are welcome

Brother, I like your art very much. You have a lot of skills. You drew a beautiful couple with English letters. Thanks for sharing with us.

Thank you so much sister

You draw a cute sketch @rayhan4747 thanks for sharing

Thank you so much