আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনারা সব সময় ভাল থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আজ সকালে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টা তিরিশ মিনিটে তারপর আমি গোসল করে নতুন পোশাক পরিয়া আমি আমার অফিসে রুয়ানা দিলাম। বেলায় একটা বাজে আমাদের অফিস লাঞ্চ করার জন্য সময় দিয়েছে এক ঘন্টা আমি জুম্মার নামাজ আদায় করে আমি আমার বাসায় কিছুক্ষণ বিশ্রাম করলাম তারপর আমি আমার বন্ধুদের সাথে এক সঙ্গে অফিসে গিয়েছিলাম। আজকে অফিস ছুটি হয়েছিল বিকাল চারটা বাজে আমি বাসায় চলে আসলাম কিছুক্ষণ আমি একটি বাজারে ঘুরতে গিয়ে ছিলাম আমি পেলাটিকের ছয়টি হেয়ার কিনেছিলাম মাছ ষাট টাকা দিয়ে আমি আরও একটি বই কিনে ছিলাম মাছ বিশ টাকা দিয়ে তারপর আমি একটি ইলেকট্রনিক দোকানে গিয়ে আমার মোবাইল নাম্বারে কয়েকটি টাকা রিচার্জ করতে গিয়ে ছিলাম আমি বাসায় চলে আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম একটি সাদা ফুলের গাছ ফুল গাছ আমার খুব পছন্দ আমি যেখানে ভাল ফুল দেখি সেখানে আমি আমার ফুলের ছবি তুলে আপনাদের কাছে শেয়ার করি।
@re nazimsorkar 1000|
|Mobile|-|Samsung galaxy A10
|Edit|-| Photoshop Express|
The flowers you show look very beautiful, the colors are also attractive.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit