আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনারা সবাই সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই কামনাই করি ।আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি দীর্ঘদিন যাবত Beauty of creativity তে কাজ করছিলাম না অকারণ আমার আমি যে অফিসের চাকরি করি সেই চাকরির মাধ্যমে আমি এই একাউন্টে ।
আমি সময় দিতে পারি না বলে আমি কিছুদিন যাব আমি আমার একাউন্টে কাজ করছিলাম না এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রেগুলার বা প্রতিদিন আমার একাউন্টে কাজ করব আমি যে ভাবে হোক প্রতিদিন কাজ করব। আশা করি আমার আর কিছুতেই ভুল হবে না।
#আমি আমার অফিস ছুটির পর আমি কিছুক্ষণ রাস্তায় আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় পরে আমি আমার বাসায় সামনে এসে আমার ছোট ভাইকে নিয়ে আমাদের বাসার সামনে একটি পুকুর পাড়ে একটি ভর গাছের নিচে গল্প করতে লাগলাম আমরা দুইজনে বাসায় আসার সময় গাছের নিচে দাঁড়িয়ে কয়েকটি ছবি তোললাম বেশ ছবি গুলো খুব সুন্দর।
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit