বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি সবাই যেন সুস্থ থাকে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভাল থাকি আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লার কাছে।
আমি আজ সকালে ঘুম থেকে উঠে গোসল করে আমি নাস্তা করে পরে আমি আমার কর্মস্থলে আমি গিয়েছিলাম আজ আমার অ্যাকশনে নতুন একটি স্টাইলের গ্যাজেট তৈরি করছিলাম হিসেবে খুব ভালো এবং অনেক সুন্দর আরো পরিণত হয়েছে তাতে অনেক সুন্দর হয়েছিল।
আমার খুব ভালো লাগছিল সেই জেগেট গুলো আমার বন্ধু একটি জ্যাগেট পরে আমার বন্ধু কয়েকটি ছবি তুলেছিলাম আমি আমার বন্ধুকে খুব ভালো বানাইছে সেই জেগেটা আমার বন্ধুর গাইড এই জায়গাটা বাড়ানো হয়েছে আমাদের প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগছিল।
আজ আমার সন্ধ্যা সাতটায় ছুটি হয়েছিল আমি একটি রেস্টুডেন্ট কিছু খাবার খেয়ে ছিলাম তারপর আমি চিনতে পারলাম রাস্তার পাশে একটি ভ্যান গাড়ির মধ্যে একটি লোক কলা নিয়ে বসে আছে কলা গুলো ভালো ছিল এবং আমার পছন্দ হয়েছিল বলে আমি এক কুড়ি কলা কিনে এনেছিলাম ।
আমি জন্য শীতকালে আমি খুব কম খায় আমার খাবার জন্য আমি কিছু টাকা দিয়ে কলা এনেছিলাম । তারপর আমি একটি দোকানে গেছিলাম একটি সার্ফ এক্সেল আনার জন্য । আমার অফিস আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল আমাদের অফিস বন্ধ।
আমি বাসায় আসার পর আমাদের পাশের এলাকার একটি পরিচিত বন্ধুর সাথে আমার কিছুক্ষণ মোবাইলে আলাপ আলোচনা হয় ইমুতে অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে তারপর আমি আমার রুমে এসে আমি দুই ও তিন পিস কলা আর খেজুর খেয়ে ছিলাম ।