খুব সুন্দর একটি ফুলকপি ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in hive-144064 •  18 hours ago 

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ফুলকপি ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আমার কাছে ফুলকপি ভীষণ ভালো লাগে। আর ফুলকপির ফুলগুলো ভীষণ সুন্দর হয়ে থাকে। আর ফুলকপি দেখতে ও ভীষণ সুন্দর লাগে আমার কাছে। আমি তো আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। বিশেষ করে বেশিরভাগ সময় আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। তবে কখনোই তেমন কোন দিনই ফুলকপি বা বাঁধাকপি ফটোগ্রাফি শেয়ার করে নিই ।আজকে এই দুইটি সবজির মধ্য থেকে একটি সবজি যেমন ফুলকপি এই ফুলকপির ফটোগ্রাফিটি শেয়ার করছি ।আশা করি আপনাদের ভালো লাগবে। শীতকালীন সবজি হিসেবে আমার কাছে ফুলকপি খুবই ভালো লাগে। আর এই সবজিটি শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। শীতের দিনে আসলে সব সবজি খেতে ভীষণ ভালো লাগে । শীতকালে সবজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি যখন আমার বাবার বাড়িতে এসেছি তখন দেখতে পেলাম যে আমার চাচাতো ভাইরা কিছু ফুলকপি গাছ লাগিয়েছে । তবে তখন ওই ফুলকপি গাছ গুলোর মধ্যে ফুলকপি ধরেনি । তার পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আর কিছুদিন আগে যখন আমি এসেছি তখন দেখতে পেলাম যে ফুলকপি গাছগুলোতে খুব সুন্দর সুন্দর কিছু ফুলকপি এসেছে। আর তা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো । আর তাই কিছু ফটোগ্রাফি করলাম।আর তাই ভাবলাম যে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করি । আশা করব আজকের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000022945.jpg

1000022940.jpg

1000022943.jpg

1000022942.jpg

1000022941.jpg

1000022944.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আপনি অনেক সুন্দর ভাবে ফুলকপির ফটোগ্রাফিটি করেছেন দেখে ভালো লাগলো।

আপনার ফটোগ্রাফি করার নিয়ম টা অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে

1000023010.jpg

1000023011.jpg

আমি আপনার ফটোগ্রাফি সব সময় দেখার চেষ্টা করি। কারণ আপনার ফটোগ্রাফি আমার কাছে দারুন লাগে। আজকেও কিন্তু খুবই চমৎকার ফটোগ্রাফি করলাম।