ফুলের ম্যান্ডেলা ডিজিটাল আর্ট | 10% beautycreativity

in hive-144064 •  8 days ago 

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে শিখেছি। ডিজিটাল আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করি। আমি সব সময় এই শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শিল্প শেয়ার করব। তেমনি আজকেও নতুন একটি ডিজিটাল আর্ট করেছি। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

1000018499.jpg

উপকরণ

• ইনফিনিটি ডিজাইন অ্যাপস


প্রথমে আমি অ্যাপস এ প্রবেশ করলাম। এরপর সাদা একটা পেজ সিলেক্ট করলাম। এরপরে ব্রাশ টুলস থেকে চিকন একটা বল পেন সিলেক্ট করে আঁকা শুরু করি। তারপর আমি কালো কালার দিয়ে একটি ফুলের স্কেচ তৈরি করে নিলাম।

1000018476.jpg

এরপর মাঝখানের অংশটা মধ্যে লাল ও সবুজ কালার দিয়ে কালার করে নিলাম। এবং তার পাশে ছোট ফুল গুলোর মধ্যে হলুদ ও লাল কালার করে নিলাম।

1000018479.jpg

তারপর পাতার মতো ডিজাইনগুলোর মধ্যে কমলা লাল ও আকাশী কালার দিয়ে কালার করে নিলাম।

1000018480.jpg

এরপর আমি কালো কালার দিয়ে আবারো কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

1000018489.jpg

তারপর পাতার মত বড় ফুল গুলোর মধ্যে নীল ও হলুদ কালার দিয়ে কালার করে নিলাম।

1000018491.jpg

এরপর আমি টিয়া লাল ও কমলা কালার দিয়ে বাকি ফুল গুলোর মধ্যে কালার করে নিলাম।

1000018497.jpg

তারপর আমি ব্যাকগ্ৰাউন্ডের মধ্যে কালো কালার দিয়ে কালার করে নিলাম।আর এই ভাবে আমি আজকের আর্ট করা শেষ করলাম। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে‌‌। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000018498.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডিজিটাল আর্ট
ডিভাইসoppo cph2185
ফটোগ্রাফার@ride1
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000018518.jpg

1000018520.jpg

Mandela art is always beautiful. The art you drew today is also very beautiful. I wish you all the best and keep going like this. Thank you very much for sharing such a beautiful art with us.