খুব সুন্দর একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in hive-144064 •  13 days ago 

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আপনাদের মাঝে কিছু না কিছু শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনাদের মাঝে প্রত্যেকদিন কিছু না কিছু শেয়ার করতে করতে এখন আমার এই জিনিসটা খুবই অভ্যাস হয়ে গেছে যে আপনাদের মাঝে কোন না কোন কিছু শেয়ার করতেই হবে। আর যখন আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পারি তখন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মনে হয় যেন মনটা একটু হালকা হয়েছে। তেমনি এই প্লাটফর্মে কাজ করতে করতে আমার কাছে এখন আরো বেশি কাজ করতে মন চায়। কারণ এই প্লাটফর্মে কাজ করতে করতে আমি বেশ কিছু ফুলের নাম জানতে পেরেছি। এবং কি বেশ কিছু ফুল ও চিনেছি। তার মধ্যে একটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ।আজকে আপনাদের মাঝে এই ফুলেরই ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুলটি দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মত দেখায়। আর এই ফুলটি একটি গাছের মধ্যে অনেকগুলো ফুল ধরে থাকে। তবে সূর্যমুখী ফুলের মধ্যে শুধু একটাই ফুল ধরে। আর এই ফুলগুলো দিয়ে কিছু তৈরি করতেও ভীষণ ভালো লাগে। আর চন্দ্রমল্লিকা ফুলগুলোর বেশ কয়েক ধরনের হয়ে থাকে। এই ফুলগুলোর বেশ কয়েক কালারের ও হয়। বেশ কয়েকটি কালারের মধ্যে রয়েছে হলুদ সাদা গোলাপি লাল নীল ও হালকা গোলাপি কালার হয়ে থাকে। তবে এই ফুলগুলো আমার কাছে বেশি সুন্দর লাগে হালকা গোলাপি কালারের ফুলটি। আর লাল কালারের ফুলটি ও ভালো লাগে। এই ফুলগুলো বাড়ির আঙ্গিনায় লাগালে দেখতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে যখন নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য তখন এই চন্দ্রমল্লিকা ফুলের গাছটি এনেছি। আর তা আমার বাড়ির সামনের দিকে লাগিয়েছি। যা দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর তাই আমি কিছু ফটোগ্রাফি করেছি। তা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি । আশা করি আজকের এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000020614.jpg

1000020618.jpg

1000020617.jpg

1000020615.jpg

1000020619.jpg

1000020616.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

where is your x promotion post link.

অনেক সুন্দর সুন্দর চন্দ্র মল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।