খুব সুন্দর কিছু সরিষা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in hive-144064 •  6 days ago 

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে অতি পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আজকে শেয়ার করছি সরিষা ফুলের ফটোগ্রাফি। সরিষা ফুল আমার কাছে ভীষণই ভালো লাগে ।আর আমি যখন সরিষা ফুল দেখি তখন আমার কাছে মনে হয় যেন আমি একটি হলুদ জমিতে দাঁড়িয়ে আছি। আর সরিষা ক্ষেতগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে। এই সরিষা ক্ষেতগুলোর মাঝখানে দাঁড়ালে মনে হয় যেন অনেকটা হলুদ জমির মধ্যে দাঁড়িয়ে আছি। আর সরিষা আমার খুবই পছন্দের। আর সরিষা দিয়ে যদি কোন আচার কিংবা কোন তরকারি রান্না করা হয় তাহলে তা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের জাতীয় মাছ ইলিশ যখন সরিষা ইলিশ রান্না করা হয় তখন খেতেও ভীষণ ভালো লাগে। তবে ইলিশ মাছ আমি তেমন একটা পছন্দ করি না। আর সরিষা থেকে সরিষার তেল হয়। আর সরিষার তেল আমার কাছে ভীষণ ভালো লাগে ‌‌। আর কিছুদিন আগে আমি যখন কিছু ধনিয়া পাতার গাছ লাগিয়েছিলাম । তার মধ্যে কিছু সরিষা গাছও এসেছে তার মধ্যে কিছু গাছের মধ্যে ফুল এসেছে । আর তাই আজকে আমি আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করব আজকের এই ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

1000019014.jpg

1000019013.jpg

1000019010.jpg

1000019011.jpg

1000019012.jpg

1000019015.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000019017.jpg

1000019018.jpg

The talent of photographers like you is truly inspiring. I wish you all the best as there is much to learn from experienced people like you.