চিকেন ফ্রাই রেসিপি | 10% beautycreativitysteemCreated with Sketch.

in hive-144064 •  2 years ago 

চিকেন ফ্রাই রেসিপি | 10% beautycreativity

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন নতুন রেসিপি রান্না করতে এমনকি খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম এইরকম রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে। আমি বাসায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রান্না করে থাকি। তাই জন্য আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG_20221005_163256.jpg

উপকরণ

উপকরণপরিমাণ

পরিমাণ মতো/ মুরগির মাংস
রোসন বাটা | ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া | ২ টেবিল চামচ
মরিচের গুঁড়া | ২ টেবিল চামচ
মসলা গুড়া | ১ টেবিল চামচ
লবন | পরিমাণমতো
তেল | পরিমাণমতো

IMG_20221005_163458.jpg


ধাপ ১

প্রথমে আমি কিছু পরিমাণ মত মুরগির মাংস নিয়ে নিলাম। এরপর মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম।

IMG20220930102349.jpg

ধাপ ২

এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এরপর মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম ।এরপর মাংসগুলোর মধ্যে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

IMG20220930102630.jpg

ধাপ ৩

এরপর আমি মাংসগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে মাংসগুলো ছেঁকে নিলাম। এবং মাংসগুলো আবারো পরিষ্কার পানিতে একটু ধুয়ে নিলাম।

IMG20220930110146.jpg

ধাপ ৪

এরপর মাংসগুলোকে আমি একদিন পাতিলের মধ্যে নিয়ে। মাংসগুলোর মধ্যে আবারো হলুদ গুঁড়ো মরিচ গুড়ো ধনিয়া গুঁড়ো লবণ ও হালকা একটু রসুন দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিলাম।

IMG20220930121150.jpg

ধাপ ৫

এরপর একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে তেল গুলো গরম করে নিলাম। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে এগুলো ভাজি করে নিলাম।

IMG20220930121124.jpg

ধাপ ৬

এরপর ভালোভাবে ভাজি করার পর আমি এক এক করে মাংসগুলো কড়াই থেকে একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এরপর তা আমি একটি সুন্দর প্লেটের মধ্যে সার্ভ করলাম ।আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজই পর্যন্ত আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

IMG_20221005_163256.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হবে । একা একা না খেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ ।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য আমি চেষ্টা করব এরকম সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে।

আপনার চিকেন ফ্রাই রেচিপি আসলেই চমৎকার😍😍। মাঝেমধ্যে আপনার এসকল রান্নার রেচেপি দেখলে জিহ্বায় পানি চলে আসে😋😋। আশা করি একদিন দাওয়াত করে খাওয়াবেন আপনার এই স্পেশাল রেচিপি🤭🤭।

শুনে খুবই ভালো লাগলো যে আমার রেসিপি গুলো আপনাদের কাছে খুব ভালো লাগে ।আমার কাছে আপনাদেরকে রেসিপিটা করে খাওয়াতে পারলে খুবই ভালো লাগতো।

আপনার চিকেন রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ অনেক লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য।

শুনে খুব ভালো লাগলো যে আমার রেসিপি দেখে আপনাদের জিভে জল চলে আসে আমি এইরকম আরো কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চাই

আপনার রেসিপিটি দেখে লোভ সামলে রাখতে পারছি না। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু করে খেয়েছেন‌ ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুস্বাদু একটি রেসিপি।

অসংখ্য ধন্যবাদ সত্যি রেসিপিটি খুবই লোভনীয় ছিল রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল।

You have done amazing chicken fry recipe . Chicken fry looks so delicious .Thanks for sharing with us. Good luck to you

সত্যি আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্যটা করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ।