সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আগে আমি হাতে করা আর শেয়ার করতাম। এখন সবাই দেখে ডিজিটাল আর্ট করে। সবার থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ডিজিটাল আর্ট করা শিখতেছি। এই জন্য আজকে একটা ডিজিটাল আর্ট করলাম। আজ আমি আপনাদের সাথে একটি কার্টুনের ডিজিটাল আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
• infinity design apps
ধাপ ১
প্রথমে আমি একটি সাদা পেজ নিলাম। এরপর ব্রাশ টুল থেকে বলপেন সিলেক্ট করলাম। এরপর কার্টুনের মাথার অংশ একটু একটু করে এঁকে নিলাম।
ধাপ ২
এরপর একটু দুর্বল এর কারনে শরীরের অংশ এবং হাত পায়ের অংশ এঁকে নিলাম।
ধাপ ৩
এরপর কার্টুনের গানের অংশ কালো রং করে নিলাম। এরপরে মুখের স্কিন কলার দিয়ে রং করে নিলাম।
ধাপ ৪
এরপর হলুদ রং দিয়ে জুতার অংশ রং করে নিলাম।
ধাপ ৫
এরপর লাল রং দিয়ে কার্টুনের জামাটা রং করে নিলাম।
ধাপ ৬
এরপর কার্টুনের হাত পা গুলো কালো রং দিয়ে রং করে নিলাম।
শেষ ধাপ
এরপর আমি ব্যাকগ্রাউন্ড রং করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
perfect picture
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow It's so much beautiful art of the cartoon. I really love your art.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনার এই ডিজিটাল আর্ট। খুবই অসাধারণ হয়েছে এই কার্টুনের ডিজিটাল আর্ট। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit