মজাদার একটি নাড়ুর রেসিপি | 10% beautycreativitysteemCreated with Sketch.

in hive-144064 •  2 years ago 

মজাদার একটি নাড়ুর রেসিপি | 10% beautycreativity

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন নতুন রেসিপি রান্না করতে এমনকি খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম এইরকম রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে। আমি বাসায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রান্না করে থাকি। তাই জন্য আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20220910145535.jpg

উপকরণ

উপকরণপরিমাণ

নারিকেল /১টা
পরিমাণমতো/ চিনি
দুধ/৪চামচ

IMG_20220912_160513.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি নারিকেল নিলাম এরপর নারিকেল টাকে ভেঙে কিছুটা অংশ করিয়ে নিলাম।

IMG20220910140150.jpg

ধাপ ২

এরপর আমি নারিকেল গুলো একটি ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিলাম। এরপর নারিকেল গুলোর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।

IMG20220910140734.jpg

ধাপ ৩

এরপর আমি ফ্রাইপ্যানটি চুলার মধ্যে দিয়ে গ্যাস অন করে নিলাম। তারপর আমি কিছুক্ষণ চিনি ও নারিকেল গুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG20220910142656.jpg

ধাপ ৪

তারপর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে চার চামচ দুধ পাউডার দিয়ে দিলাম।

IMG20220910142730.jpg

ধাপ ৫

এরপর আমি আরো কিছুক্ষণ দুধ পাউডার গুলো নারিকেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG20220910143046.jpg

ধাপ ৬

তারপর আমি ভালোভাবে মিশানোর পর একটি প্লেটের মধ্যে নারিকেল গুলো নামিয়ে নিলাম।

IMG20220910143331.jpg

ধাপ ৭

তারপর নারিকেল গুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে তা আমি নাড়ু সাইজে গোল করে নিলাম। আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

IMG20220910145525.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

looks like it's a good meal

সত্যি এটা একটি খুব সুন্দর রেসিপি ছিল। আপনি যদি এই রেসিপিটা খেতেন আপনার কাছে খুব ভালো লাগতো ।এত সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ আপনার রেসিপিটা খুব টেস্টি মনে হচ্ছে। রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপনি অনেক চমৎকার একটা রেসিপি শেয়ার করুন আমাদের সাথে।

সত্যিই এই রেসিপিটা খুবই ভালো হয়েছে । এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য।

You shared a yummy recipe today. Good work

অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

Very nice to see the recipe post. I really want to eat the laddus. You have presented this post to us in a very nice way. thank you

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি দেখার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।