খাবারের তেল ছাড়া ব্রয়লার মুরগির মজার রেসিপি/ 10%beautycreativity

in hive-144064 •  3 months ago 

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই খুব ভাল আছেন।

20240927_203014.jpg

আবারো চলে এসেছি আপনাদের মাঝে খুবই সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি নিয়ে।আমার আজকের রেসিপি তেল ছাড়া ব্রয়লার মুরগির মাংসে খুব সুস্বাদু রেসিপি।

মুরগির মাংস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। যেটাই হোক,দেশি মুরগি বা ব্রয়লার মুরগি মাংস।যাদের ঘরে ছোট্ট বাচ্চা থাকে তারা যেনো মুরগির মাংস ছাড়া খেতে পারে না😔 আমার ঘরেও তেমনি বেশি মুরগি মাংস খাওয়া হয়,তবে দেশি মুরগি থেকেও ব্রয়লার মুরগীর মাংসটা। তবে দেশি মুরগিটা না পেলেও ব্রয়লার মুরগি পাওয়া য়ায় বেশি। দেশি মুরগি সচরাচর মানুষে ঘরের খাবার দিয়ে বড় করে তবে, ব্রয়লার মুরগি বড় হয় ফ্রামে এবং বিভিন্ন খাদ্য দিয়ে। তাই ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। আমরা সচরাচর যে খাবার তেল খাই অথবা মুখরোচর খাবার তৈরি করি, সে তেলের মধ্যেও অনেক রকমের ভেজাল থাকে। খাবারের তেল রেসিপিতে ব্যবহার না করে, যদি সচরাচর কোন রেসিপি তৈরি করা হয় তাহলে আমি মনে করি পুষ্টির দিক দিয়ে অনেক ভালো।ব্রয়লার মুরগির রেসিপিটা রান্না করেছি একদমই খাবার তেল ছাড়া।রেসিপিটি অন্যরকম হলো, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। কারণ ব্রয়লার মুরগির চর্বি দিয়ে এটা তৈরি হয়েছে।

যায় হোক,অনেক কথা বলে ফেলেছি।তাহলে চলুন, তেল ছাড়া ব্রয়লার মুরগির রেসিপি টা কিভাবে তৈরি করেছি, তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

20240927_194125.jpg

তেল ছাড়া ব্রয়লার মুরগির মাংসের রেসিপি তৈরির উপকরণসমূহ
হাড় যুক্ত মুরগির১ কেজির মত।
পেঁয়াজ২ টি।
শুকনো মরিচ গুঁড়া১ চামচ ।
হলুদ গুঁড়া১/২ চামচ ।
জিরা গুঁড়া১ চামচ ।
দারুচিনি,এলাচি, লবঙ্গ,গুলমরিচ, তেজপাতা গুঁড়া১/২ চামচ।
আদা রসুন বাটা১ চামচ।
লবণস্বাদমত।

20240927_194549.jpg

প্রস্তুত প্রণালী :

১ম ধাপ

20240927_194724.jpg

20240927_194621.jpg

প্রথম ধাপে, আমি ব্রয়লার মুরগির মাংসগুলো পরিষ্কারভাবে ধুয়ে একটি প্যানে ঢেলে দিব।

২য় ধাপ

20240927_194822.jpg

20240927_194745.jpg

মুরগির মাংস প্যানে দেওয়া হলে,এবার আমি একে একে সবগুলো উপকরণ দিব এই ভাবে। সব মসলার উপকরণ প্যানে দেওয়া হলে, এবার মুরগির মাংসের সাথে সবগুলো মসলা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে ৫ মিনিটের মত ঢেকে রেখে দিব।

৩য় ধাপ

20240927_194906.jpg

20240927_195140.jpg

পাঁচ মিনিট হয়ে গেলে,এবার আমি চুলায় প্যান বসিয়ে দিব।এখন চুলার একদম কম আঁচে মুরগির মাংস এবং মসলা ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন, মসলাগুলো পুড়ে না যায়। কারণ তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করছি। তাই কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে চামচের সাহায্যে।

৪র্থ ধাপ

20240927_195525.jpg

20240927_195439.jpg

দুই মিনিটের মত সব মসলার সাথে মাংসগুলো একদম চুলার কম আঁচে ভেজে নেওয়ার পর, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।

৫ম ধাপ

20240927_201440.jpg

20240927_195603.jpg

পরিমাণ মতো পনি দিয়ে চুলার মাঝারি আঁচে মুরগির মাংস রান্না করবো ঝোল শুকানো পর্যন্ত।

৬ষ্ঠ ধাপ

20240927_203059.jpg

20240927_203014.jpg

ঝোল শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিব। রেসিপি টা দেখে মনে হচ্ছে খাবারের তেল দিয়ে রান্না করেছি। কিন্তু এই রেসিপি টা একদম তেল ছাড়া রান্না করছি।আর খেতে একদম অন্য রকমের স্বাদ।

তারপর ব্রয়লার মুরগির মাংস পরিবেশন করব গরম গরম ভাতের সাথে।

এই রেসিপি টি আমার ফেসবুক পেইজে শেয়ার আছে।

মানুষ মাত্রই ভুল,আমিও মানুষ আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ 🥰🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png