ড্রাগন ফল বাগান থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভাল আছি।

20220531_131145.jpg

20220531_131110.jpg

আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি প্রায় ৯ মাস আগে তুলেছিলাম। এইগুলো আমি ড্রাগন ফল বাগান থেকে তুলেছিলাম। প্রায় ৯ মাস আগে পড়াশোনা রিলেটেড একটি কাজের জন্য আমাকে যেতে হয়েছিল সোনারপুরের একটি জায়গায়। এই জায়গাটি আমার বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ছিল । এই জায়গাটির নাম ছিল সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস। এই ক্যাম্পাসের পাশে একটি ড্রাগন ফলের বাগান ছিল। ক্যাম্পাসে একদিন ঘোরাঘুরির সময় আমি এই ড্রাগন ফলের বাগানের কাছে যাই।

20220531_131121.jpg

20220531_130951.jpg

সত্যি কথা বলতে সেদিন আমি প্রথমবার কোন ড্রাগন ফলের বাগানে গেছিলাম। এর আগে ড্রাগন ফলের নাম শুনে থাকলেও এরকম বাগানে কখনো আমি যাইনি। বেশ কৌতূহল নিয়েই বাগানের মধ্যে আমি প্রবেশ করেছিলাম এবং সেখানে গিয়ে ড্রাগন গাছের ফুল ও ফল দেখার সুযোগ পেয়েছিলাম। ড্রাগন ফলের গাছগুলো বেশ খানিকটা বড় ছিল কিন্তু গাছগুলোতে কোন পাকা ফল ছিল না । সবুজ কাঁচা ফল ছিল যা আমি দেখতে পেয়েছিলাম সেখানের গাছগুলোতে। আমি সেখানে সময় কাটানোর সময় সেখানকার কিছু ফটোগ্রাফি তুলেছিলাম সেগুলোই আজকের ব্লগের শেয়ার করব। সেখানে গিয়ে ড্রাগন ফল সম্পর্কে অনেক বিবরণও জানতে পেরেছিলাম সেখানের দুই কৃষকের কাছ থেকে যারা বাগানের পরিচর্যা করছিল।

20220531_131501.jpg

20220531_131413.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০

ড্রাগন ফল বাগান থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!