সোদপুর স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আজকে আমার শরীরটা একটু খারাপ। গতকাল থেকেই জ্বর, সর্দি, কাশি তিনটি প্রবলেমের সাথে লড়াই করতে হচ্ছে। এই অসুস্থ শরীর নিয়েই আজকের ব্লগ লিখতে বসলাম।

মাসখানেক আগের কথা হবে সোদপুরে গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। যাওয়ার উদ্দেশ্য ছিল তার বাড়িতে আমাদের কয়েকজন বন্ধুর নিমন্ত্রণ ছিল খাওয়া-দাওয়ার। আমরা বন্ধুরা সবাই দল বেঁধে সেদিন বের হই বাড়ি থেকে।সোদপুরে যাওয়ার রাস্তাটা খুব একটা জটিল ছিল না আমাদের জন্য। সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের ট্রেনে করে নিকটবর্তী স্টেশন থেকে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হয়। তারপর সেই জায়গা দিয়ে অটো করে সোদপুর স্টেশনে নামতে হয়। যাইহোক সেই দিন এইভাবে আমরা সোদপুর স্টেশনে গিয়ে পৌঁছায়। সেইখানে আমাদের সেই বন্ধুর অপেক্ষা করার কথা ছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে। আমরা সেখানে গিয়ে দেখি আমাদের সেই বন্ধু তখনও স্টেশনে এসে পৌঁছায়নি। আমরা তাকে তখন ফোন করি । ফোন করার পরে সে জানায় ১০ মিনিটের মধ্যেই সেখানে আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। যাইহোক আমাদের ১০ মিনিটের মত অপেক্ষা করতে হবে তাই ভাবলাম বসে না থেকে সোদপুর স্টেশনের আশে পাশে একটু ঘুরে দেখা যাক। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। সেই ঘোরাঘুরি করার সময় কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। ঘোরাঘুরি একটু শেষ হওয়ার পরপরই দেখি আমাদের সেই বন্ধু চলে এসেছে আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য । তারপর সে জানাই স্টেশন থেকে ৬ মিনিটের মত হাঁটতে হবে তার বাড়িতে পৌঁছানোর জন্য। তারপর সেইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সেই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়।

20220804_155937.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.

20220804_155927.jpg

20220804_155721.jpg

20220804_155718.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.

20220804_155712.jpg

20220804_155658.jpg

20220804_155649.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.

20220804_155639.jpg

বন্ধুরা, আজকের শেয়ার করা সোদপুর স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🙏ধন্যবাদ সবাইকে🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The Rail station Photography is wonderful.
I think your are going to another place by Train 🚆.

No brother it was our destination.

সোদপুর স্টেশন আমি অনেকবার গিয়েছি, জায়গাটা বেশ ভালো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

সোদপুর স্টেশন এ তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য

ফটোগ্রাফির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।