ডিজাইন করা একতারার চিত্রাংকন ।

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজ আমি তোমাদের সাথে আমার অঙ্কন করা একতারার চিত্রাংকন শেয়ার করতে যাচ্ছি। এটি একটি ডিজাইন করা একতারা। আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি।

20220729_113434.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
●পেন্সিল
●রাবার
●কালো রঙের পেন

☆▪︎☆ প্রথম ধাপ ☆▪︎☆

প্রথমে একতারা এর কাঁসার পাতলা বৃত্তাকার খোলটি পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নিলাম।
20220615_230044.jpg

☆▪︎☆দ্বিতীয় ধাপ☆▪︎☆

চিমটা আকারের কঞ্চিটি একতারার তার সহ অংকন করে নিলাম।
20220615_231255.jpg

☆▪︎☆ তৃতীয় ধাপ☆▪︎☆

কাঁসার পাতলা বৃত্তাকার খোলটিতে অল্প কিছু ডিজাইন করে নিলাম।
20220615_231809.jpg

☆▪︎☆ চতুর্থ ধাপ ☆▪︎☆

চিমটা আকারের কঞ্চিটি কলমের সাহায্যে হাইলাইটস করে নিলাম।

20220616_141525.jpg

☆▪︎☆ পঞ্চম ধাপ ☆▪︎☆

কাঁসার পাতলা বৃত্তাকার খোলটিও কলমের সাহায্যে একটু হাইলাইটস করে নিলাম।
20220616_141813.jpg

☆▪︎☆ ষষ্ঠ ধাপ☆▪︎☆

ষষ্ঠ থাকে পেন্সিলের সাহায্যে পুরো একতারা টিকে হাইলাইটস করে নিলাম।
20220616_150213.jpg

☆▪︎☆ সপ্তম ধাপ☆▪︎☆

সর্বশেষ ধাপে এসে একতারার বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন করে দিলাম এবং চিত্রের নিচে নিজের নাম লিখে দিয়ে আমার আজকের শেয়ার করা চিত্রাংকনকে সম্পন্ন করলাম।
20220729_113434.jpg

বন্ধুরা আজকের শেয়ার করা ডিজাইন করা একতারার চিত্র টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very beautiful Ektar I like it very much art, stay well stay healthy take care of yourself good luck for you thanks for sharing

Thanks for your comment.

Wow your art is so beautiful & the design you draw is so good. Keep it up.

Thank you so much brother.

একতারা টি অনেক সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।