বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। |
---|
গতকাল সন্ধ্যার সময় মোমো খেতে গেছিলাম তাই নিয়ে কিছু কথা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব।গতকাল দুপুরে আমি আমার এক বন্ধুর সাথে মোবাইলে কথা বলছিলাম। কথা বলার সময় আমরা খাবারের গল্প শুরু করি । অনেকদিন আমরা একসাথে বসে মোমো খাই না, সেই টপিক্স উঠে আসে খাবারের গল্প করার সময়। তখন আমার বন্ধু আমাকে বলে তাহলে আজকে সন্ধ্যার সময় বেরিয়ে আমরা মোমো খেয়ে আসতে পারি ।
সে আমাকে এটাও জানায় তার বাড়ির কাছাকাছি Sia Cafe একটি নামে একটি ক্যাফে রয়েছে সেখানে বেশ ভালো মোমো তৈরি করে। তার কথাতে আমি আর না করলাম না কারণ ক্যাফে টি আমার পূর্ব পরিচিত ছিল এবং তারা বেশ ভালো খাবার তৈরি করে সেটা আমি জানতাম । যাইহোক সন্ধ্যার সময় চলে গেলাম মধ্যমগ্রামের সেই Sia Cafe তে। সেখানে গিয়ে দেখি ক্যাফেটি তে মোটামুটি ভালই ভিড় আছে । ক্যাফেটির ভিতরের পরিবেশ বেশ সুন্দর । সেখানে গিয়ে বসে আমি এবং আমার বন্ধু একটি পনির মোমো এবং একটি চিকেন মোমো প্লেট অর্ডার করি। কারণ আমরা দুই প্রকারেরই মোমো টেস্ট করার ইচ্ছা প্রকাশ করি দুজনেই। মোটামুটি ১৫ মিনিট পরেই আমাদের টেবিল এর সামনে গরম গরম মোমো এর প্লেট চলে আসে। দুই প্রকারের মোমো আমরা দুই বন্ধু ভাগাভাগি করে বেশ মজা করেই খেয়েছিলাম। এভাবে ভাগাভাগি করে খেতে আমাদের বেশ ভালোই লেগেছিল। বেশি ভালো লাগার কারণ হলো দুই বন্ধু একসাথে বসে মোমো খেতে খেতে গল্প করতে পারছিলাম। সেখানে মোমো খাওয়া শেষ করে আমরা কুড়ি মিনিটের মত বসে একটু আড্ডা দিয়ে পুনরায় যে যার বাড়িতে ফিরে আসি।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল |
শুনেছি Sia Cafe তে অনেক সুন্দর মোমো নয় তবে কোনদিন যাওয়ার সময় হয়নি। এখন এই পোস্ট পড়ে মনে হচ্ছে খুব দ্রুত যাওয়া লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় বের করে একবার ঘুরে আসবেন ভালো জায়গা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit