মোমো খাওয়ার উদ্দেশ্যে || ৫ মার্চ ২০২৩

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম।

গতকাল সন্ধ্যার সময় মোমো খেতে গেছিলাম তাই নিয়ে কিছু কথা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব।গতকাল দুপুরে আমি আমার এক বন্ধুর সাথে মোবাইলে কথা বলছিলাম। কথা বলার সময় আমরা খাবারের গল্প শুরু করি । অনেকদিন আমরা একসাথে বসে মোমো খাই না, সেই টপিক্স উঠে আসে খাবারের গল্প করার সময়। তখন আমার বন্ধু আমাকে বলে তাহলে আজকে সন্ধ্যার সময় বেরিয়ে আমরা মোমো খেয়ে আসতে পারি ।

20230304_202256.jpg

20230304_194045.jpg

সে আমাকে এটাও জানায় তার বাড়ির কাছাকাছি Sia Cafe একটি নামে একটি ক্যাফে রয়েছে সেখানে বেশ ভালো মোমো তৈরি করে। তার কথাতে আমি আর না করলাম না কারণ ক্যাফে টি আমার পূর্ব পরিচিত ছিল এবং তারা বেশ ভালো খাবার তৈরি করে সেটা আমি জানতাম । যাইহোক সন্ধ্যার সময় চলে গেলাম মধ্যমগ্রামের সেই Sia Cafe তে। সেখানে গিয়ে দেখি ক্যাফেটি তে মোটামুটি ভালই ভিড় আছে । ক্যাফেটির ভিতরের পরিবেশ বেশ সুন্দর । সেখানে গিয়ে বসে আমি এবং আমার বন্ধু একটি পনির মোমো এবং একটি চিকেন মোমো প্লেট অর্ডার করি। কারণ আমরা দুই প্রকারেরই মোমো টেস্ট করার ইচ্ছা প্রকাশ করি দুজনেই। মোটামুটি ১৫ মিনিট পরেই আমাদের টেবিল এর সামনে গরম গরম মোমো এর প্লেট চলে আসে। দুই প্রকারের মোমো আমরা দুই বন্ধু ভাগাভাগি করে বেশ মজা করেই খেয়েছিলাম। এভাবে ভাগাভাগি করে খেতে আমাদের বেশ ভালোই লেগেছিল। বেশি ভালো লাগার কারণ হলো দুই বন্ধু একসাথে বসে মোমো খেতে খেতে গল্প করতে পারছিলাম। সেখানে মোমো খাওয়া শেষ করে আমরা কুড়ি মিনিটের মত বসে একটু আড্ডা দিয়ে পুনরায় যে যার বাড়িতে ফিরে আসি।

20230304_194714.jpg

20230304_194728.jpg

20230304_194732.jpg

20230304_200833.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল

মোমো খাওয়ার উদ্দেশ্যে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুনেছি Sia Cafe তে অনেক সুন্দর মোমো নয় তবে কোনদিন যাওয়ার সময় হয়নি। এখন এই পোস্ট পড়ে মনে হচ্ছে খুব দ্রুত যাওয়া লাগবে।

সময় বের করে একবার ঘুরে আসবেন ভালো জায়গা।