নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
ইকোপার্ক আমাদের কলকাতার খুবই ফেমাস একটি জায়গা। ঘোরাঘুরি জন্য এর থেকে ভালো জায়গা তেমন একটা খুঁজে পাওয়া যাবে না এই ব্যস্ততম শহরে। এরিয়ার বিচারে এটি বিশাল বড়। এখানে ঘুরতে গেলে একদিনে সম্পূর্ণ শেষ করা যায় না । আমি এই নিয়ে অনেকবারই সেখানে ঘুরতে গেছি কিন্তু একদিনে কখনোই পুরো জায়গা ঘুরে শেষ করতে পারিনি। এখানে দেখার অনেক জায়গা রয়েছে। সবুজ গাছপালা দিয়ে ভরা পুরো পার্ক টা। যখনই এখানে যাওয়া হয় কেন এর এক একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। আমি অনেকবার বর্ষার সময় গেছি এখনে । বর্ষার সময় এই পার্ক আরো অনেক বেশি সুন্দর দেখায়। এই ইকো পার্কের মধ্যে বিশাল বড় লেক রয়েছে। এই লেকের পাড়ে বসার জন্য সুন্দর জায়গাও রয়েছে। যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। লেকের পাড়ে বসে দেখা সূর্যাস্তের সুন্দর দৃশ্য সবার মন কেড়ে নেয়। অনেক অনেক দিন আগে ইকো পার্কে ঘুরতে গিয়ে, পড়ন্ত বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে এই লেকের পাড়ে বসে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল সেই দিন ।সেই দিনের তোলা কিছু ফটোগ্রাফি আজকের ব্লগে তোমরা দেখতে পারবে। এখানে ঘুরতে গিয়ে যে শান্তি পাওয়া যায় তা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা আমার প্রিয় একটি জায়গা। যখন সময় সুযোগ হয় বন্ধু-বান্ধবের সাথে গিয়ে ঘুরে আসি এই জায়গাটিতে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকোপার্ক , ওয়েস্ট বেঙ্গল।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। আমি তো মাঝেমধ্যে এখানে ঘুরতে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit