নার্সারি থেকে তোলা দেশি ফুরুস ফুলের ফটোগ্রাফি

in hive-144064 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাকে সবাইকে প্রথমে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে দেশি ফুরুস ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আমি যে এলাকায় বসবাস করি, সেই এলাকায় বিভিন্ন ধরনের দেশি ফুরুস ফুল দেখার সুযোগ পেয়েছি। এই ফুরুস ফুলগুলো বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে। গোলাপি, লাল , সাদা ও নীল রঙের এই ফুল আমি নিজেই দেখেছি। আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলার সময় আশেপাশের বাড়ির সামনে এই ফুল গাছগুলো দেখতে পাই। এই গাছগুলোতে যখন ফুল ফোটে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে! যে বাড়ির সামনে এই ফুলগুলো ফোটে সেই বাড়ির সৌন্দর্য আরো বেড়ে যায়। এই ফুলের গাছ যদিও আমাদের বাড়িতে নেই । কিছুদিন আগে আমি বারাসাতের একটি বড় নার্সারিতে গেছিলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ কেনার জন্য । এই নার্সারিটি বেশ বড় ছিল। আমি যেহেতু আমাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুলের বাগান করেছি, সেই বাগানের জন্য ফুল গাছ কিনতে গেছিলাম। এই নার্সারিতে গিয়ে আমি বিভিন্ন ধরনের ফুল দেখার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে এই দেশি জাতের ফুরুস ফুল ছিল । এইখানে যে গাছগুলোতে ফুল ফুটেছিল সেই গাছগুলো ছোট সাইজেরই ছিল, যেগুলো বাড়িতে এনে লাগানোর পক্ষে উপযুক্ত ছিল। যাই হোক , এই ফুরুস ফুল গাছ কেনার আগে এই গাছগুলো দেখার সময় আমি যে ফটোগ্রাফিগুলো করেছিলাম তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

InShot_20231006_224734798.jpg

InShot_20231006_224713655.jpg

InShot_20231006_224654247.jpg

InShot_20231006_224630937.jpg

InShot_20231006_224607304.jpg
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।



আজকে শেয়ার করা বারাসাতের একটি নার্সারি থেকে তোলা কিছু দেশি ফুরুস ফুলের ফটোগ্রাফি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Loved seeing your photography of Furus flowers. The flowers are very beautiful. Thank you so much for sharing such beautiful flower photography.

Thank you so much for your valuable comment brother.

দেশি ফুরুশ ফুল গুলোর ফটোগ্রাফি দারুণ হয়েছে

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।