নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে "শিবালয় গার্ডেন" নামক একটি জায়গা থেকে তোলা আরো কিছু ফটোগ্রাফি এই দ্বিতীয় পর্বে শেয়ার করব। |
---|
শিবালয় গার্ডেন থেকে এর পূর্বে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। তার সৌন্দর্যগুলো দেখে আশা করি, তোমাদের ভালো লেগেছিল। আজকে সেই জায়গা থেকে তোলা আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এটি একটি বড় রিসোর্ট ছিল। এর বিভিন্ন দিকে দেখার মত অনেক জিনিসই ছিল । রিসোর্টের সামনে মোটামুটি সাইজের একটি লেকের মত ছিল । যার ভিতরে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেলফি পয়েন্ট করার ব্যবস্থা ছিল। তাছাড়া সেদিন যেহেতু স্বাগতা দিদির বিয়ের রিসেপশন অনুষ্ঠান ছিল তাই চারপাশে খুব ভালো করে সাজানো হয়েছিল সব কিছু দিয়ে।আলোকসজ্জা এত সুন্দর লাগছিল সেই দিন যা আগে কোনদিন আমি দেখিনি। এই রিসোর্টের চারপাশে বেশ ভালোভাবে ঘুরে করে আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম। প্রথমবার যেহেতু এমন সুন্দর একটা জায়গায় গেছিলাম তাই এই নিয়ে আগ্রহ অনেক বেশি ছিল আমার এইজন্য খুঁটে খুঁটে চারপাশের সবকিছুই দেখছিলাম। আমাদের আশেপাশে যতগুলো কমিউনিটি সেন্টার ছিল তার মধ্যে এটি অন্যরকম ছিল। অন্যান্য কমিউনিটি সেন্টারে ভিতরে সুন্দর করে সাজানো কিন্তু এই কমিউনিটি সেন্টারের একদম বাইরে সুন্দর করে সাজানো ছিল। বাইরে সবার বসার জায়গা করা ছিল। এইখানে গিয়ে অন্য রকমের একটা অভিজ্ঞতা হয়েছিল। এই দারুন মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দী করতে চেয়েছিলাম তাই একটু বেশি ফটোগ্রাফি করেছিলাম। আজকের পর্বে তোমরা আরো কিছু ফটোগ্রাফি দেখতে পারবে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: শিবালয় গার্ডেন, কোলকাতা।