নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো ফলো করো তার অবশ্যই জানো, আমি গ্রাম অনেক ভালোবাসি এবং মাঝে মাঝে গ্রামের বিভিন্ন ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করে থাকি। একটু অবসর সময় পেলেই কোন না কোন গ্রামে চলে যাই এবং সেখান থেকে বিভিন্ন ফটোগ্রাফি করে তোমাদের সাথে শেয়ার করি। সকালের দিকে অথবা বিকালের দিকে গ্রামে গেলে অন্যরকম ভালো লাগা কাজ করে কারণ এই সময়টাতেই গ্রামের সৌন্দর্য ভালোভাবে ফুটে ওঠে। গ্রামে রয়েছে সবুজ প্রকৃতি আর বিশুদ্ধ অক্সিজেন যার টানে বারবারই আমাকে ছুটে যেতে হয় গ্রামে। মাঝে মাঝে এমনও হয়েছে এমন অনেক গ্রামে চলে গেছি যে গ্রামের নামই আমি জানিনা । তবে গ্রামের নাম জানা প্রধান উদ্দেশ্য না, গ্রামের সৌন্দর্য উপভোগ করাই প্রধান উদ্দেশ্য। যেমন কিছুদিন আগেই অশোকনগর নামক একটি স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে চলেছিলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বিকালের সময়টাতেই গেছিলাম আর হেঁটে যেতে যেতে সূর্যের আলো অনেকটা ডুবেও গেছিল। যাইহোক অবশেষে পৌঁছে গেছিলাম একটি গ্রামে। গ্রামটি বেশ নিরিবিলি একটি গ্রাম ছিল । যেখানে বেশি সংখ্যায় মানুষ ছিল না। সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম। সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত ছিল সেই জন্য গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে ফুটে উঠেছিল তখন । ফটোগ্রাফি গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সেই সময়ের সৌন্দর্যটা কত সুন্দর ছিল।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: অশোকনগর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।