কাঁটা মুকুট ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  9 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

ফুল আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। ফুলের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। আমি আমাদের এই কমিউনিটিতে অধিকাংশ সময়ই ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আমি বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি আজ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টটিতে আমি তোমাদের সাথে কাঁটা মুকুট ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমাদের বাড়ির ছাদে কাঁটা মুকুট ফুলের গাছ লাগানো রয়েছে। দুইদিন আগে ছাদে গিয়ে দেখি গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে। এই ফুল গুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল। তারপর সেখান থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম। লাল রঙের এই ফুলগুলো সত্যিই অসাধারণ হয় দেখতে। কয়েক বছর হয়েছে এই গাছগুলো আমি লাগিয়েছি এবং মাঝে মাঝেই এই গাছগুলোতে ফুল আসে। এই গাছের ফুলগুলো কখনো সাধারণত তোলা হয় না। কারণ এই গাছগুলোতে কাটা রয়েছে, ফুল তুলতে গেলে কাঁটা হাতে ফুটে যাওয়া সম্ভাবনা থাকে। এইজন্য দূর থেকে এই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে হয়। যাইহোক, দু'দিন আগে বাড়ির ছাদের উপর থেকে যে ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম সেগুলো নিচে শেয়ার করলাম।

InShot_20240319_131238411.jpg

InShot_20240319_131356305.jpg

InShot_20240319_131331653.jpg

InShot_20240319_131311190.jpg

InShot_20240319_131209630.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কি অসাধারণ করে কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি করেছেন। এরকম সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

কাটা মুকুট ফুল দেখতে সব সময় ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ।

শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

Nice flower image capture. I like seeing the color of this flower

Thank you so much for your comment brother.

Posted using SteemPro Mobile