বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি তাই কোথাও ঘুরতে গিয়ে সুযোগ পেলে কিছু না কিছু ফটোগ্রাফি করে নি। ফটোগ্রাফি করার মাধ্যমে কিছু মোমেন্টকে স্মৃতির পাতায় ধরে রাখা যায় এজন্য খুব ভালো লাগে আমার। কয়েকদিন আগে সকালবেলা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের একটি বিলের মধ্যে গেছিলাম সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য । সবুজ প্রকৃতি আমার অনেক বেশি ভালো লাগে। সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে মনের ভিতর শান্তি পাওয়া যায়। যাই হোক সেদিন হাঁটতে হাঁটতে বিলের মধ্যে গিয়ে প্রথম যে অংশে গিয়ে দাঁড়িয়েছিলাম তার সামনে ছিল তিলের সবুজ ক্ষেত। সেই ক্ষেতে তিল গাছে সাদা সাদা ফুল ফুটেছিল। বেশ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তাছাড়া সবুজ রঙের তিলও দেখা যাচ্ছিল গাছগুলোতে। আমি গাছগুলোর কাছে যাই এবং কিছু ফটোগ্রাফি করে নি তখন। তিল গাছের এই ফুল গুলোতে কেমন একটা গন্ধ ছিল যা আমার তেমন ভালো লাগেনি। আমি কিছু কিছু ফুল সেই ক্ষেত থেকে তুলেও ছিলাম। গাছের তিল গুলো যখন বড় হয়ে যাবে সেগুলোকে প্রক্রিয়াজাত করে তিলের তেল বের করা হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যাই হোক সেদিন সকালে বের হয়ে তিল ক্ষেতের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ।আশা করি তোমাদের ভালো লাগবে ফটোগ্রাফি গুলো।
পোস্ট বিবরণ
ডিভাইস | Samsung Galaxy M31s |
---|---|
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা। |
Well focused shots. Good work
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks a lot for your comment brother.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit