তিল গাছের ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি তাই কোথাও ঘুরতে গিয়ে সুযোগ পেলে কিছু না কিছু ফটোগ্রাফি করে নি। ফটোগ্রাফি করার মাধ্যমে কিছু মোমেন্টকে স্মৃতির পাতায় ধরে রাখা যায় এজন্য খুব ভালো লাগে আমার। কয়েকদিন আগে সকালবেলা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের একটি বিলের মধ্যে গেছিলাম সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য । সবুজ প্রকৃতি আমার অনেক বেশি ভালো লাগে। সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে মনের ভিতর শান্তি পাওয়া যায়। যাই হোক সেদিন হাঁটতে হাঁটতে বিলের মধ্যে গিয়ে প্রথম যে অংশে গিয়ে দাঁড়িয়েছিলাম তার সামনে ছিল তিলের সবুজ ক্ষেত। সেই ক্ষেতে তিল গাছে সাদা সাদা ফুল ফুটেছিল। বেশ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তাছাড়া সবুজ রঙের তিলও দেখা যাচ্ছিল গাছগুলোতে। আমি গাছগুলোর কাছে যাই এবং কিছু ফটোগ্রাফি করে নি তখন। তিল গাছের এই ফুল গুলোতে কেমন একটা গন্ধ ছিল যা আমার তেমন ভালো লাগেনি। আমি কিছু কিছু ফুল সেই ক্ষেত থেকে তুলেও ছিলাম। গাছের তিল গুলো যখন বড় হয়ে যাবে সেগুলোকে প্রক্রিয়াজাত করে তিলের তেল বের করা হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যাই হোক সেদিন সকালে বের হয়ে তিল ক্ষেতের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ।আশা করি তোমাদের ভালো লাগবে ফটোগ্রাফি গুলো।

20230511_061043.jpg

20230511_061050.jpg

20230511_061054.jpg

20230511_061108.jpg

20230511_061135.jpg

পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা।

আজকে শেয়ার করা তিল গাছের ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Well focused shots. Good work

Thanks a lot for your comment brother.