নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। যদিও আমি খুব একটা ভালো নেই। |
---|
বেশ কয়েক মাস হয়ে গেছে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম ঘাটশিলা নামক একটি জায়গায় । এখানে গিয়ে আমরা দুই দিন বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছিলাম। এই জায়গাটি পাহাড়ি একটা জায়গা ছিল এবং বিভিন্ন ধরনের পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ ছিল এখানে। পাহাড়ের সৌন্দর্য সত্যিই অদ্ভুত, আমার কাছে পাহাড় খুবই ভালো লাগে। এইখানে গিয়ে ঘুরাঘুরির প্রথম দিন বিকালের দিকে আমরা যে ডেস্টিনেশনটিতে গেছিলাম সেই জায়গাটির নাম হল চিরকুট পাহাড় । একটি ঘাটশিলা শহরের অনেকটাই কাছে অবস্থিত। পাহাড়ের উপরে উঠলে ঘাটশিলা শহরকে অনেক দূর থেকে দেখা যায়। আমরা এখানে গিয়ে বেশ সময় কাটিয়েছিলাম। এই পাহাড়ে গিয়ে বিশেষ একটা জিনিস দেখতে পেয়েছিলাম তা হল এখানে যে বড় বড় পাথর ছিল , সেই পাথরে বিভিন্ন ধরনের ছবি আঁকা ছিল। বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছিল এইসব ছবি অঙ্কনের ক্ষেত্রে। এই ছবিগুলোর সবগুলোই আমাদের ধর্মীয় ভিত্তিক ছিল অর্থাৎ ভগবান শিবের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছিল এখানে ছবির মাধ্যমে। এর উপরে মন্দিরও ছিল , ভগবান শিবের মন্দির। এখানে গিয়ে পাথরে আঁকা ছবিগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই সেই মুহূর্তে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম । সেগুলোই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম । আশা করি ,ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ঘাটশিলা, ঝাড়খন্ড।