নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম।
আমরা মানুষ আমাদের প্রচুর দুর্বলতা রয়েছে। আর আমাদের এই দুর্বলতাকেই ব্যবহার করে প্রভাবশালী মানুষরা। তাই সিচুয়েশন বুঝে আমাদের নিজের জন্য লড়াইটা করে যেতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, এই লড়াইয়ে কিন্তু কারো ক্ষতি চাওয়া যাবে না। এই লড়াইটা সত্যের পক্ষে করতে হবে। অন্যায়ের পক্ষে নিয়ে লড়াই করার মধ্যে কোন মহত্বই নেই। অন্যের ক্ষতি করার কোন মানসিকতা কোন অবস্থাতেই রাখা যাবে না। তবে অন্য কেউ আমাদের ক্ষতি করতে আসলে সেখানে আমাদের ডিফেন্ড করার ক্ষমতা অবশ্যই রাখতে হবে।
শুধু বাইরে দুনিয়ার সাথে নয়, আমাদের নিজেদের পরিবারের সাথেও অনেক সময় আমাদের লড়াই করতে হয় সত্য অসত্যের বিরুদ্ধে। আমাদের তার জন্যও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। মোট কথা হচ্ছে, যা সত্য তার জন্য লড়াই করতে পিছিয়ে যাওয়া যাবে না। এই বেঁচে থাকার লড়াইয়ে হাজার এরকম সিচুয়েশন আসবে যেখানে আমাদের ভেঙে পড়ার মতো অবস্থা হবে। কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। সবকিছুর জন্য আমাদের প্রস্তুত নিজেকে করে নিতে হবে। দিনশেষে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের জীবনে যেন শান্তি আসে। কেউ যেন আমাদের এই শান্তিটা ভঙ্গ করতে না পারে। আমাদের মানুষ হিসেবে জীবনের উদ্দেশ্য কি তা কিন্তু ভুলে গেলে চলবে না।
লড়াই করার ব্যাপারটা আমরা প্রকৃতির মধ্যেও দেখতে পাই। প্রকৃতির মধ্যে সবসময় লড়াই চলে, বেঁচে থাকার লড়াই, টিকে থাকার লড়াই। আমরা প্রকৃতির কাছ থেকে এই শিক্ষাটাও গ্রহণ করতে পারি। তবে আমরা মানুষ, আমরা এই বিষয়টা অর্গানাইজ ভাবে করতে পারি। নিজেদের জন্য, সমাজের জন্য যে কাজটা ঠিক সেটা সবসময় করা উচিত। তার জন্য যদি বড় লড়াইও করতে হয় তার জন্য পিছুপা হওয়া যাবে না।
দারুণ একটি বিষয় নিয়ে লিখেছে৷ এটা সত্যি অনেক সিময় লড়াই করেই টিকে থাকতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/ronggin0/status/1756939538243764471?t=otuDTdir7pV7DdRW-ZTaRA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit