গল্প: আবিষ্কার (প্রথম পর্ব)

in hive-144064 •  2 years ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে একটি গল্পের প্রথম পর্ব শেয়ার করব । গল্পটির নাম হল " আবিষ্কার "।

robot-gf90a6b179_1280.jpg

ইমেজ সোর্স

সময় তখন শীতকাল। আমেরিকার এক নীরব অঞ্চল। প্রচন্ড ঠান্ডা পড়েছে আজ। পারটেক্সের তৈরি একতলা বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল বিখ্যাত কিশোর বিজ্ঞান সংস্থা "লিক্স" এর পাঁচ কিশোর। তাদের নাম মিশুক, পুনাম, পুলিন, হ্যারিন ও সৌরভ। এরাই গঠন করেছে এই বিজ্ঞান সংস্থা। অসাধারণ মেধা সম্পন্ন এই পাঁচ কিশোর এই বিজ্ঞান সংস্থার নাম দিয়েছে "লিক্স "। প্রতি বছর তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং দেশের মানুষকে অবাক করে দেয়। তারা চা খেয়ে শরীর গরম করে নিচ্ছিল কারণ তারা তিন জন নতুন একটা জিনিস আবিষ্কার করবে। এরা হচ্ছে মিশু, পুনাম ও হ্যারিন। তারা এমন একটি “জিমস" আবিষ্কার করতে চেষ্টা করছে যা দ্বারা সারা পৃথিবী কম্পিউটারে অপারেট করা যাবে। পৃথিবীকে বিরাট এক উন্নতির পথে ঠেলে দেওয়া যাবে। যা দ্বারা মানুষের আয়ুকে ১০০ বছর থেকে ৫০০ বছরে বাড়িয়ে নেওয়া যাবে। আর পদার্থ বিদ্যার ভাষায় যার মেমোরিতে তাপ, চাপ, চৌম্বকত্ব কোন প্রভাব ফেলতে পারবে না।

দুই দিন পরের কথা। সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিট। পুলিন ও সৌরভ কফি বানিয়ে তিন জনের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর না আসায় তারা ল্যাবে গেল। দেখল তিন জন গবেষণায় মগ্ন। পুলিন বললঃ কি কফি খাবে না?

মিশুক: পরে খাব। এখন না। আর একটু কাজ বাকি আছে।

পুলিনঃ বাহ! তার পরই আমরা পাঁচজন বিখ্যাত হয়ে যাব।

সৌরভ: কিন্তু এখন আমাদের এই কাজ রেখে খাওয়া দাওয়া করা উচিত।

সবাই একমত হল। সেদিনকার মত সবাই কাজ রেখে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। কিন্তু বাড়ির সামনে পড়ে থাকা আলোটা কেউই দেখতে পেল না।

চলবে...

আজকে শেয়ার করা "আবিষ্কার " গল্পের প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png