নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আজকের ব্লগে তোমাদের সাথে বিভিন্ন কালারের রঙিন ফিস এর ফটোগ্রাফি শেয়ার করব। |
---|
এগুলো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছ এগুলো হল একুরিয়ামের মাছ। কিছু দিন আগে একটি ব্লগে তোমাদের আমি জানিয়েছিলাম আমি পড়াশোনা রিলেটেড একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম সোনারপুরের একটি জায়গায়। প্রায় দেড় বছরের বেশি সময় হয়ে গেছে আমি সেখানে গেছিলাম ট্রেনিং করতে। সেইখানে গিয়ে শত শত প্রকারের রঙিন মাছ দেখার সুযোগ হয়েছিল আমার। সেই সময় অধিকাংশ একুরিয়াম থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম আমি। তবে এই ফটোগুলো ফোনের গ্যালারিতে অনেকদিন ধরে পড়েছিল, তোমাদের সাথে কখনো সেভাবে শেয়ার করা হয়নি। এর আগের একটি ব্লগে কিছু শেয়ার করেছিলাম আজ আরো কিছু শেয়ার করলাম। এভাবে ভাবছি আস্তে আস্তে করে তোমাদের সাথে এই রঙিন ফিস গুলোর ফটোগ্রাফি শেয়ার করব। তবে একটা বিষয় হলো এই মাছগুলোর নাম আমার এখন আর মনে নেই। তাই নামগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারব না। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল। বিভিন্ন কালারের হওয়ার কারণে বেশ ভালো লাগছিলো মাছগুলো। এক একটা একুরিয়ামে এক এক ধরনের মাছ দেওয়া ছিল। লাল , নীল, সবুজ , হলুদ সব কালারের মাছ দেখার সুযোগ হয়েছিল সেখানে গিয়ে।আজকের ফটোগ্রাফিতে তোমাদের সাথে এমন এমন কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করলাম। মাছগুলোর ফটোগ্রাফি ভালো লাগলে কমেন্ট করে জানিও।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর, ওয়েস্ট বেঙ্গল ।
The Colourfull fish is really very nice!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for your comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit