নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এগুলো ফুলের ফটোগ্রাফি। তোমরা সবাই জানো যে, কয়েক মাস আগে আমি বাংলাদেশ ভ্রমণে ছিলাম। বাংলাদেশ ভ্রমণে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছিলাম আমি। বাংলাদেশ ভ্রমণের সময় খুলনাতে এসে আমি কিছু দিন ছিলাম আমার এক দূর সম্পর্কের আত্মীয় এর বাড়িতে। তাদের ফ্ল্যাটে থাকাকালীন সময়ে, তাদের ফ্ল্যাটের ছাদে কিছু ফুল গাছ লাগানো আমি দেখতে পেয়েছিলাম। এই ফুল গাছগুলোতে বিভিন্ন রকমের ফুল ফুটেছিল। সেখান থেকে আমি কিছু ফুলের ফটোগ্রাফিও করেছিলাম তখন। আজকে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো, সেইগুলো সেখান থেকেই তুলেছিলাম। তবে এই ফুলের নাম আমি সঠিকভাবে জানি না। এই ফুলটা দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত ছিল। আমি গুগল সার্চের মাধ্যমেও জানার চেষ্টা করেছি, ফুলটির নাম তবে সঠিকটা জানতে পারিনি। তবে কয়েক জায়গায় দেখতে পেলাম এগুলোকে ফলস সূর্যমুখী ফুল বলা হয়। সঠিকটা যেহেতু আমি জানতে পারিনি, তাই নামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাইহোক, আমি হলুদ এই ফুলগুলোর ফটোগ্রাফি নিচে শেয়ার করলাম।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: খুলনা, বাংলাদেশ।
https://twitter.com/ronggin0/status/1759878931342090368?t=BKkWVmQuiXtvE6bSC1xTzw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a pretty good picture taken of this yellow flower and I think this flower is also often visited by insects.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your valuable comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit