পড়ন্ত বিকালে ইকো পার্কের লেকের পাড় থেকে তোলা কিছু ফটোগ্রাফি (পর্ব -০২)

in hive-144064 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

ইকোপার্ক আমাদের কলকাতার খুবই ফেমাস একটি জায়গা। ঘোরাঘুরি জন্য এর থেকে ভালো জায়গা তেমন একটা খুঁজে পাওয়া যাবে না এই ব্যস্ততম শহরে। এরিয়ার বিচারে এটি বিশাল বড়। এখানে ঘুরতে গেলে একদিনে সম্পূর্ণ শেষ করা যায় না । আমি এই নিয়ে অনেকবারই সেখানে ঘুরতে গেছি কিন্তু একদিনে কখনোই পুরো জায়গা ঘুরে শেষ করতে পারিনি। এখানে দেখার অনেক জায়গা রয়েছে। সবুজ গাছপালা দিয়ে ভরা পুরো পার্ক টা। যখনই এখানে যাওয়া হয় কেন এর এক একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। আমি অনেকবার বর্ষার সময় গেছি এখনে । বর্ষার সময় এই পার্ক আরো অনেক বেশি সুন্দর দেখায়। এই ইকো পার্কের মধ্যে বিশাল বড় লেক রয়েছে। এই লেকের পাড়ে বসার জন্য সুন্দর জায়গাও রয়েছে। যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। লেকের পাড়ে বসে দেখা সূর্যাস্তের সুন্দর দৃশ্য সবার মন কেড়ে নেয়।

বেশ কিছুদিন আগে তোমাদের সাথে পড়ন্ত বিকালে ইকো পার্কের লেকের পাড় থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। সেই দিনের ব্লগে এই লেকের পাড়ের সৌন্দর্য সবগুলো ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করতে পারিনি। তাই আজকে দ্বিতীয় পর্বের মাধ্যমে আরো কিছু ফটোগ্রাফি তোমাদের সামনে উপস্থাপন করব।

20220728_181325.jpg

20220728_181942.jpg

ইকো পার্কের বিশাল বড় লেকের পাড়ে ছোট-বড় বিভিন্ন সাইজের বোট দাঁড় করানো ছিল । এর মধ্যে কিছু ইঞ্জিনের সাহায্যে চালিত ছিল এবং কিছু কিছু ম্যানুয়াল ভাবে চালানোর ব্যবস্থা ছিল। লেকের পাড় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যা দেখতে বেশ ভালো লাগছিল। সেখানে পড়ন্ত বিকালের পরপরই আশেপাশের লাইট গুলো জ্বলে উঠেছিল। বেশ ভালই লাগছিল কিছুটা অন্ধকার নেমে আসার পরে বোট গুলোর আলো যখন দেখা যাচ্ছিল। সেগুলো দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এমনটাই লাগছিল । এভাবে কিছু সময় আমি বসে এবং কিছুটা সময় হেঁটে চারপাশের সৌন্দর্য উপভোগ করি। কিছু সময় পর যখন লেকের অন্য পাড়ের লাইট গুলো আমার চোখে পড়ে তখন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। অনেকটা দূর থেকে এরকম লাইটিং এর সৌন্দর্য দেখে আমি কিছু সময় চুপ হয়ে যাই। এত সুন্দর দৃশ্য কখনোই ভোলার মত নয়। সেদিন আমি অনেক ভালো সময় কাটিয়েছিলাম সবকিছু মিলিয়ে এই লেকের পাড়ে গিয়ে। আজকে সব মিলিয়ে ৬ টি ফটোগ্রাফি শেয়ার করেছি, আশা এই ফটোগ্রাফি গুলো তোমাদের অনেক ভালো লাগবে।

20220728_182001.jpg

20220728_182007.jpg

20220728_182046.jpg

20220728_182059.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকোপার্ক , ওয়েস্ট বেঙ্গল।



আজকের ব্লগে শেয়ার করা ইকো পার্কের লেকের পাড় থেকে পড়ন্ত বিকালে তোলা দ্বিতীয় পর্বের কিছু ফটোগ্রাফি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

The fun of going to the park is different.