নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে করলা সবজির ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।
কয়েকদিন আগে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম "মৌসুনি আইল্যান্ড" নামক একটি জায়গায় । এই জায়গাটি ছিল মূলত একটি গ্রামের মত এবং গ্রামের শেষ প্রান্তে ছিল সি বিচ। এই জায়গাতে মানুষ ক্যাম্পিং করার জন্য যায়। আমরা যেদিন এই জায়গায় গেছিলাম তার পরের দিন সকালবেলা আমরা গ্রামের মধ্যে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম গ্রামের মানুষের জীবনযাত্রা দেখার জন্য । যেহেতু জায়গাটি নতুন ছিল আর নতুন জায়গায় নতুন সব কিছু দেখতে বেশ ভালো লাগে । সেইদিন সকাল বেলা কোন রকম করে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গ্রামের মধ্যে হাঁটা শুরু করি আমরা। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ, সবজি দেখতে পেয়েছিলাম আমরা। এগুলো গ্রামের লোকজনই তাদের বাড়ির পাশে লাগিয়েছিল। বাড়ির আশেপাশে যে সামান্য জমি থাকে সেখানেই অল্প করে তারা এইগুলো করেছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হলুদ রঙের কিছু সংখ্যক ফুল আমার চোখে পড়ে ।এটা যে করলার ফুল সেটা আমার আগে জানা ছিল না কারণ আগে কখনো আমি করলা সবজির ফুল কোথাও দেখিনি। যাই হোক এই গুলো দেখে সেখানে দাঁড়িয়ে আমি এই করলা সবজির ফুলের কিছু ফটোগ্রাফি করি। তারপর দেখতে পাই সেখানে ছোট ছোট করলাও হয়েছে । এই করলার ফুল গুলোর উপর দিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড়ও ঘুরে বেড়াচ্ছিল। বেশ সুন্দর লাগছিল সকালবেলা এরকম পরিস্ফুটিত ফুল দেখতে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।