অজানা একটি ফুলের কিছু ফটোগ্রাফি।

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে তোমাদের সাথে একটি অজানা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি কিছুদিন আগে তুলেছিলাম আমার পূর্বের ইউনিভার্সিটিতে গিয়ে। প্রায় দু সপ্তাহের আগের কথা হবে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম আমার পূর্বের ইউনিভার্সিটিতে। আমি দুপুর বারোটার দিকে সেখানে গিয়ে পৌঁছেছিলাম এবং কাজ শেষ করে সেই দিন বাড়ি আসতে আসতে আমার বিকাল পাঁচটা বেজে গেছিল। ইউনিভার্সিটি তে থাকাকালীন অনেকটা সময় আমি অবসর পেয়েছিলাম। সেই সময়টাতে আমি ইউনিভার্সিটির সামনে একটি বসার জায়গা রয়েছে সেখানে এসে বসে সময় কাটাচ্ছিলাম। এই বসে থাকার পাশেই কিছু জায়গা ছিল যেখানে এলোমেলো ভাবে কিছু বুনো গাছ জন্মেছিল। বসে থাকতে থাকতে এই বুনো গাছ গুলো আমার নজরে আসে। সেদিন বৃষ্টি হওয়ার কারণে এই গাছ গুলো বেশ সজীব লাগছিল। অজানা সেই বুনো গাছের দিকে আমার নজর যাওয়ার পর আমি দেখি গাছ গুলোতে কিছু ফুল ধরেছে। তারপর সেইখান থেকে সেই ফুলগুলোর কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম তখন । সেই দিনের তোলা সেই ফটোগ্রাফি গুলোই আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই ফুলের নাম আমার অজানা । তোমরা যদি কেউ এই ফুলের নাম জানো তাহলে কমেন্ট করে তা শেয়ার করতে পারো।

InShot_20221019_131530006.jpg

InShot_20221019_131551259.jpg

InShot_20221019_131640228.jpg

ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বেরুনানপুকুরিয়া, বারাসাত, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।

InShot_20221019_131833908.jpg

InShot_20221019_131624209.jpg

InShot_20221019_131820437.jpg

ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বেরুনানপুকুরিয়া, বারাসাত, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।

InShot_20221019_131741020.jpg

InShot_20221019_131723371.jpg

InShot_20221019_131704190.jpg

ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বেরুনানপুকুরিয়া, বারাসাত, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।


বন্ধুরা, আজকের শেয়ার করা অজানা একটি ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো সম্ভব হলে জানিও আমায় । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

💐💐ধন্যবাদ সবাইকে💐💐

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নাম না জানা ফুলে ফটোগ্রাফি গুলো খুবই আকর্ষণীয় হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Unknown flower photography that is very beautiful. During the green period, the photographs look very beautiful

Thanks for your beautiful comment.

আপনার অজানা ফুলটিরফটোগ্রাফি বেশ ভাল হয়েছে। আমি আপনার ফটোগ্রাফি পছন্দ করি।

ধন্যবাদ ভাই।

This flower is looking awesome. You captured this as Very well. I love to see Your photography.

Thanks for your comment.

যেখানে মিষ্টি পাই সেখানেই পিপড়া যায় ।

ফুলগুলো মিষ্টি ছিল কিনা তা আমার জানা নেই। এই পিঁপড়া গুলো মিষ্টি পেলেই সেখানে যায় এটা আমি জানি।