স্টার মলের বাইরে থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  11 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি এবং বিভিন্ন সময় তোমাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে যাই। সত্যি কথা বলতে এখন অভ্যাসটা এমন হয়েছে, যেখানেই যাই না কেন ফটোগ্রাফি করে নিয়ে আসি প্রচুর পরিমাণে। এই ফটোগ্রাফি করার মাধ্যমে সেই মুহূর্তটাকে ধরে রাখা যায়। এইজন্য এই কাজ করতে আমার বেশ ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমি স্টার মলের সামনে গেছিলাম। মূলত স্টার মলে আমার কিছু কাজ ছিল, সেই কারণেই গেছিলাম। এই স্টার মল আমাদের এখানের সব থেকে বড় শপিংমল। এই শপিং মলটিতে সব ধরনের জিনিসই পাওয়া যায়, এমন কোন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। এই জায়গায় গিয়ে শপিং করতে আমার বেশ ভালই লাগে। কারণ খুবই আরামদায়কভাবে এখানে শপিং করার ব্যবস্থা রয়েছে। যাইহোক, সেদিন সেখানে প্রবেশের আগে রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম । আজকে সেই ফটোগ্রাফি গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু সন্ধ্যার সময় ফটোগ্রাফি গুলো করেছিলাম তাই একটু অন্ধকার ভাব আছে ফটোগ্রাফিগুলোতে। কিন্তু শপিংমলটাকে বেশ সুন্দর লাগছে এই অন্ধকারের মধ্যেও।

InShot_20240212_131120925.jpg

InShot_20240212_131055645.jpg

InShot_20240212_131248546.jpg

InShot_20240212_131139450.jpg

InShot_20240212_131204797.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: মধ্যমগ্রাম , নর্থ চব্বিশ পরগনা।





বন্ধুরা, আজকে শেয়ার করা স্টার মলের বাইরে থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Wow the photography you shared is awesome.

Thanks for your beautiful comment sister.

Posted using SteemPro Mobile