নরম সবুজ ঘাসের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো ? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভাল আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভাল আছি ।
আজকের ব্লগে আমি তোমাদের সাথে নরম সবুজ ঘাসের কিছু ফটোগ্রাফি। আশাকরি ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে।
কয়েক মাস আগে পড়াশোনা রিলেটেড একটি জব ট্রেনিং এর উদ্দেশ্যে আমি গেছিলাম সোনারপুরে অবস্থিত "শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে"। সেই ক্যাম্পাস থেকেই এই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম।

এই ক্যাম্পাসের ভিতরটা খুবই সুন্দর ছিল । ক্যাম্পাসের ভিতরে রাস্তার দুই সাইডে সারি সারি গাছ লাগানো রয়েছে তাছাড়াও এই ক্যাম্পাসের মধ্যে কয়েকটি পুকুর রয়েছে ।পুকুরের সাইডে নারকেলের গাছ সহ বিভিন্ন প্রকারের কিছু গাছ লাগানো রয়েছে। এই পুকুর পাড়ে সবুজ সুন্দর এই ঘাসগুলো আমি দেখতে পাই। পুকুরের চারটি পাড়ের একটিতে এই ঘাস গুলো খুব যত্ন সহকারে বড় করা হয়েছিল কারণ পুকুরের একটি পাড় ছিল আমাদের ট্রেনিং ক্যাম্পাসের সামনে । এই ঘাসগুলো প্রাকৃতিকভাবে হয়নি ঘাসগুলোকে লাগানো হয়েছিল ক্যাম্পাসের ভিতরটাকে দৃষ্টিনন্দন করার জন্য। আমাদের ট্রেনিং করতে করতে যেদিন বিকেল হয়ে যেত সেই দিন বিকালে কিছুটা সময় আমরা কয়েকজন বন্ধু এই ঘাসের উপর শুয়ে বসে সময় কাটাতাম , গল্প করতাম খুবই নরম এবং সুন্দর ঘাস। দৃষ্টিনন্দন এই ঘাসের ফটোগ্রাফি গুলো আমি আমার ট্রেনিংয়ের কোন একদিন করেছিলাম কিন্তু তখন আর শেয়ার করা হয়নি। আজ তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম।

20220530_163011.jpg

20220530_162933.jpg

20220531_163459.jpg
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location:Sonarpur - Chandmari Road, Arapanch, West Bengal 700150

20220531_163524.jpg

20220531_163442.jpg

20220531_163512.jpg

20220530_162956.jpg
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location:Sonarpur - Chandmari Road, Arapanch, West Bengal 700150

20220531_163721.jpg

20220531_163506.jpg

20220531_163537.jpg
বন্ধুরা, আজকের শেয়ার করা নরম সবুজ ঘাসের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো জানিও।
সময় নিয়ে আমার ব্লগটা পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ,হাসিখুশি থাকো, নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নরম সবুজ ঘাসের ফটোগুলো বেশ সুন্দর হয়েছে। শুভ কামনা রইল তোমার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

নরম সবুজ ঘাসের কিছু ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।