প্রিয় দাদার সাথে একটু শপিংয়ে বের হওয়া

in hive-144064 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো?আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি।
জীবনে কর্ম ব্যস্ততা সবারই কমবেশি রয়েছে এই ব্যস্ততার মধ্যেই একটু সময় খুঁজে নিতে হয় কোথাও ঘুরতে যাওয়ার জন্য, একটু শপিং করতে যাওয়ার জন্য, কোন রেস্টুরেন্টে খাওয়ার জন্য, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য সবকিছু মিলেই আমাদের এই জীবন।
যাইহোক গতকাল আমি এবং আমার এক প্রিয় দাদা একটু শপিংয়ে বেরিয়েছিলাম তাই নিয়ে দুই চার কথা শেয়ার করব। গতকাল দুপুরে যখন আমার এবং দাদার মধ্যে কথোপকথন হয় তখন দাদা আমাকে জানায় আমরা সন্ধ্যার দিকে কোথাও গিয়ে ঘুরে আসব কিন্তু তখনও কোন শপিং করার প্লান করা হয়নি। তারপর সন্ধ্যায় যখন দাদার সাথে বের হই দাদা আমাকে জিজ্ঞেস করে, শপিং করতে যাবে নাকি? আমি দাদার প্রশ্নের উত্তরে বলি ,চলো দাদা ঘুরে আসি একটু দেখে আসি সামনে আবার পূজো আসছে কেমন কালেকশন এসেছে শপিংমলগুলোতে । তারপর আমি এবং দাদা আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে স্টার মল নামে একটি শপিংমলে যাই শপিং করতে । দাদা নিজের জন্য দুটি শার্ট, একটি টি-শার্ট কেনে। গতকাল শুধু আমি ঘুরে ঘুরে দেখেছিলাম কিন্তু নিজের জন্য কোন কিছুই কিনি নি কারণ প্ল্যান করে যেহেতু প্রথমে বের হয়নি তাই পকেটে পর্যাপ্ত টাকা ছিল না। যাইহোক দাদার সাথে শপিং-এ গিয়ে অনেকটা ঘুরাঘুরি করেছিলাম । কিছু কিছু জামা, টি - শার্ট, জিন্স প্যান্ট চয়েস করে এসেছিলাম পরে গিয়ে কোন একদিন কিনে আনব যদি সেই কালেকশনগুলো থাকে। এভাবেই গতকালকে একটি সুন্দর সন্ধ্যা কাটাই শপিংমলে আমি এবং দাদা। শপিং করতে গিয়ে আমরা শপিংমলে মোটামুটি দুই ঘণ্টার মত ছিলাম।
20220711_204330.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : Stall Mall, Maddamgram

20220711_204217.jpg

20220711_204211.jpg

20220711_204206.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : Stall Mall, Maddamgram

20220711_204203.jpg

20220711_204346.jpg

20220711_204350.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : Stall Mall, Maddamgram

20220711_204353.jpg

বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও । সবার ঈদের শপিং এর এক্সপেরিয়েন্স কেমন গেল তা কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারো । সময় নিয়ে আমার ব্লগটা পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ,হাসিখুশি থাকো, নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই।

You show some interesting photography my friend.

Thank you so much brother for your comment.

Shopping mall photography has been great. you have had a great time posting.

Thanks a lot for your comment brother.