নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে নাম না জানা এক প্রকার ক্যাকটাস এর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। |
---|
ফটোগ্রাফি করতে আমি এতটাই ভালবাসি, যেখানেই যাই না কেন কিছু না কিছু ফটোগ্রাফি করে নিয়ে আসে। আমি নিয়মিত তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। সেই ফটোগ্রাফি গুলোর সব কিছু আমার যে চেনা থাকে সেরকম কোন ব্যাপার নেই। অজানা অনেক বিষয়ও থাকে সেই সব ফটোগ্রাফির মধ্যে। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ পাওয়া যায় । সব উদ্ভিদের নাম মনে রাখার সম্ভব হয় না তবে উদ্ভিদ গুলো আমাদের দেখতে বেশ ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমি বারাসাতের একটি নার্সারিতে গেছিলাম। নার্সারিতে গেলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ সেখানে বিভিন্ন ধরনের গাছের সম্ভার দেখা যায়। আমি যেহেতু আমাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ এবং সৌন্দর্য বর্ধক গাছ লাগিয়ে থাকি সেইজন্য আমি বারাসাতের একটি নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে আসি মাঝে মাঝে। বেশ কিছুদিন আগে যখন আমি সেই সেই নার্সারিতে গেছিলাম, ঘোরাঘুরির সময় এক প্রকার ক্যাকটাস জাতীয় উদ্ভিদের দেখা পেয়েছিলাম । এগুলো কাঁটাযুক্ত উদ্ভিদ । এগুলো ছোট বড় বিভিন্ন ধরনের হয়ে থাকে । তবে আমি সেদিন যেগুলো দেখেছিলাম সেগুলো ছোট ক্যাকটাস ছিল। কাঁটা থাকার কারণে এগুলো ছুঁয়ে দেখা কঠিন কাজ তাই দূর থেকেই এর সৌন্দর্য উপভোগ করতে হয়। এগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম সেদিন। আজকের ব্লগে সেগুলো থেকে কিছু শেয়ার করলাম।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।