শিশির ভেঁজা কাঁচা টমেটোর কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি খুব বেশি ভালো নেই কারণ আমার একটু ঠাণ্ডা লেগেছে ।

আজকের এই ব্লগে তোমাদের সাথে শিশির ভেঁজা কাঁচা টমেটোর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশে ভ্রমণে গিয়ে তুলেছিলাম। বাংলাদেশে যখন আমি ভ্রমণ অবস্থায় ছিলাম সকালবেলা হলেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়তাম যেদিকে চোখ যায় সেদিকে। এই সময় আমি সুন্দর একটা প্রকৃতি দেখার সুযোগ পেতাম সকালে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের সবজি ক্ষেতে চলে যেতাম। যাইহোক, শীতের সকালের এরকম কোনো একটা দিনে আমি একটি সবজি ক্ষেতে গিয়ে গাছে কিছু কাঁচা টমেটো দেখতে পাই। সেই গাছ গুলোর উপর শিশির পড়ে ছিল যা দেখতে খুব সুন্দর লাগছিল। তাছাড়া টমেটো গুলোর উপরেও শিশির পড়ে ছিল। যেগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আমি সকালের শীতের ঠান্ডায় হাত পা কাঁপাতে কাঁপাতে এই সৌন্দর্য দেখে কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম সেইদিন। অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো শেয়ার করব তবে এরমধ্যে অন্যান্য অনেক কিছু শেয়ার করতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি।

InShot_20240107_003911737.jpg

InShot_20240107_003850555.jpg

InShot_20240107_003832608.jpg

InShot_20240107_003805566.jpg



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: নড়াইল, বাংলাদেশ।





বন্ধুরা, আজকে শেয়ার করা শিশির ভেঁজা কাঁচা টমেটোর কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!