দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
পূর্বের একটি ব্লগে আমি তোমাদের জানিয়েছিলাম যে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আমি পুজোর দেয়ার উদ্দেশ্যে গেছিলাম কিছুদিন আগে। কিভাবে সেখানে গিয়ে পৌঁছেছিলাম তার কিছু বর্ণনা অলরেডি পূর্বের দু একটি ব্লগে আমি শেয়ার করেছি। তাও কিছু কথা আমি এখানে রিপিট করে দিচ্ছি যারা প্রথমবারের মতো আমার এই ব্লগ পড়ছো তাদের জন্য। অনেকদিন ধরে প্লান হচ্ছিল পুজো দিতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাব বন্ধুরা সবাই একসাথে মিলে কিন্তু সেভাবে সময় হয়ে উঠছিল না । পরে একদিন কোন রকম প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে সেখানে যাওয়ার সরাসরি কয়েকটি ট্রেন রয়েছে কিন্তু আমি যে সময় বেরিয়েছিলাম সেই সময় এই ট্রেন গুলোর কোনোটিই আমি ধরতে পারিনি। তাই সেইখানে দুই বার ট্রেন চেঞ্জ করে করে যেতে হয়েছিল আমাকে । প্রথমে লোকাল ট্রেনে করে দমদম স্টেশনে নামি, সেখান থেকে মেট্রো রেলে করে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে পৌঁছায়। সেইখান থেকে কালীমন্দিরে গিয়ে পুজো দিয়ে আমরা বাড়ি ফেরার পথে মেট্রো রেলগাড়িতে না গিয়ে নরমাল রেল গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নি সবাই মিলে। আমাদের প্লান অনুযায়ী আমরা কালী মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নরমাল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

20220808_140142.jpg

সেই দিন আকাশ অনেকটা মেঘলা ছিল যে কোন সময় বৃষ্টি নেমে যাওয়া সম্ভাবনা ছিল । আমরা দক্ষিণেশ্বরে পৌঁছানোর পরও দুই বার থেমে থেমে বৃষ্টিও হয়েছিল। যাইহোক আমরা এই স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় করতে থাকি কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু কোন ট্রেনের দেখা পাই না। আশেপাশের লোকজনের কাছে একটু জিজ্ঞেস করে জানতে পারলাম সেদিন সব ট্রেনগুলোই একটু দেরি করে করে আসছে। তারপর ভাবলাম তাহলে বসে থেকে কি হবে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখে নিই। অনেকদিন পরেই এই রেল স্টেশনে গেছিলাম তাই একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম বড়সড়ো কোন পরিবর্তন হয়েছে কিনা রেল স্টেশনের। তারপর দেখলাম মোটামুটি একটু পরিবর্তন হয়েছে। তাই দেখতে দেখতে কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে।

20220808_140020.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar, Kolkata, West Bengal

20220808_140134.jpg

20220808_140150.jpg

20220808_140029.jpg

20220808_140251.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar, Kolkata, West Bengal

বন্ধুরা, আজকের শেয়ার করা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্টেশনের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। স্টেশনের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে দেখতে অনেক ভালো লাগতেছে।

ফটোগ্রাফির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটো বেশ ভালো লাগলো।

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য।

You have taken many beautiful pictures of the railway station. Your photography is amazing, thank you so much for sharing such beautiful photography with us.

আপনার রেলস্টেশনের ছবিগুলো অনেক সুন্দর হয়েছ। আশেপাশের পরিবেশ অনেক ভালো লাগলো আমার কাছে ।