বন্ধুকে সাথে নিয়ে একটি শপিংমলে ঘোরাঘুরি

in hive-144064 •  2 years ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই।

ঘোরাঘুরি করতে আমি বেশ ভালোবাসি। আমাদের বাড়ির নিকটবর্তী যে কয়টি শপিং মল আছে আমি একটু সময় পেলেই সেখানে একা একা অথবা সাথে কাউকে নিয়ে ঘুরতে চলে যাই।

20230623_184034.jpg

20230623_184038.jpg

শপিং মল গুলোতে ঘুরতে গিয়ে কোন জিনিস পছন্দ হলে সাথে সাথে সেগুলো কিনে নিয়ে আসি। কিনব এই উদ্দেশ্য নিয়ে প্রত্যেকবার যাই না তবে গিয়ে পছন্দ হলে কিনে নিয়ে আসি এমন ব্যাপার। এইতো কিছুদিন আগে আমার এক বন্ধু মধ্যপ্রদেশ থেকে এসেছিল আমাদের বারাসাতে। মূলত সে আগে বারাসাতেই থাকতো তবে পড়াশোনার জন্য মধ্যপ্রদেশে থাকে এখন। বছরে কয়েকবার সে ঘুরতে আসে এখনে। কিছু দিন আগে যখন সে ঘুরতে এসেছিল তখন তাকে সাথে করে নিয়ে আমি বারাসাতের একটি শপিং মলে যাই। সেদিন আমরা দুই বন্ধু হেঁটে গল্প করতে করতে এই শপিং মলে পৌঁছেছিলাম। আমি কোন কিছু কেনার উদ্দেশ্য নিয়ে যায়নি, তার সাথে গল্প করার জন্য গেছিলাম । বন্ধুর কিছু কিছু জিনিস কেনার ছিল যেগুলো সে মধ্যপ্রদেশে নিয়ে যাবে বলে ভেবেছিল।

20230623_184029.jpg

20230623_184232.jpg

এখানে আমরা যে শপিং মলটিতে গেছিলাম আমার বন্ধু আগে থেকে কোন জায়গা দিয়ে যেন শুনেছিল এই শপিংমলে বাই ওয়ান গেট অন অফার দিচ্ছে অনেক বিস্কুট ও জুসের উপর। সে অফারে এই জিনিসগুলো কিনতে চেয়েছিল কারণ সব সময় এই অফার গুলো পাওয়া যায় না । যাই হোক আমরা শপিং মলটিতে গিয়ে প্রথমে সব জায়গায় ঘোরাঘুরি করি। পোশাক থেকে শুরু করে খাবার সব সেকশনেই যাই কোথায় কেমন অফার চলছে সবকিছু দেখার জন্য। যখন গ্রোসারি সেকশনে গেছিলাম তখন আমার বন্ধু বিভিন্ন ধরনের বিস্কুট বেশ ভালো অফারেই কিনেছিল। আমি আমার নিজের জন্য কিছু চিপস কিনেছিলাম। আর বাড়ির জন্য কিনেছিলাম সুজি এবং ব্যাসন। আমি ফোরটি পার্সেন্ট অফ এ কিনেছিলাম যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম। কেনাকাটা শেষ করে দুই বন্ধু শপিং মল থেকে বের হয়ে সামনের কেএফসিতে খেতে যাই । খাওয়া-দাওয়া শেষ করে আমরা পুনরায় হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

20230623_192112.jpg

20230623_184133.jpg

20230623_191818.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: সানসিটি মল, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা

সানসিটি মল যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!