নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে "শিবালয় গার্ডেন" নামক একটি জায়গা থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। |
---|
"শিবালয় গার্ডেন" হল একটি রিসোর্ট যেটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। শিবালয় গার্ডেন আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। গাড়িতে করে গেলে এখানে যেতে কুড়ি মিনিট এর মত সময় লাগতে পারে। তবে এই জায়গাতে আমার আগে আমার কোনদিন যাওয়া হয়নি। যেহেতু বিভিন্ন অনুষ্ঠানের জন্য শুধু এটি ভাড়া দেওয়া হয় তাই কোন কারণ ছাড়া এখানে প্রবেশ করা যায় না। এই জায়গাটি অনেকটা ব্যয়বহুল একটা জায়গা। একদিনের জন্য এই জায়গা ভাড়া নিতে প্রায় দেড় লক্ষ টাকার মতো লেগে যায়। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমাদের ব্ল্যাকস দাদার বিয়ের রিসেপশন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শিবালয় গার্ডেনে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সন্ধ্যার দিকে আয়োজন করা হয়েছিল। এই দিনটিতে এই জায়গাটি এত সুন্দর করে সাজিয়ে ছিল যা অবাক করার মত ছিল। চারপাশের আলোকসজ্জা মুগ্ধ করে দিয়েছিল আমাদের। আমি এই জায়গায় গিয়ে অনেক ফটোগ্রাফি করেছিলাম। সেইখান থেকে তোলা কিছু ফটোগ্রাফি আজকের ব্লগে শেয়ার করলাম তোমাদের সাথে। এই শিবালয় গার্ডেন টি সবদিক থেকেই সুন্দর করে সাজানো ছিল। এর চারপাশে বিভিন্ন ধরনের মূর্তি করা ছিল।