কিছু সময় ফুটবল খেলা ইনজয়

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও মোটামুটি ভাল আছি। বন্ধুরা তোমরা সবাই জানো আমি প্রতিদিন নিয়ম করে একটি ব্লগ সব সময় শেয়ার করতাম কিন্তু কিছু দিন অসুস্থ থাকার কারণে প্রতিদিন একটি করে ব্লগ শেয়ার করা সম্ভব হয়নি। কিছুটা সুস্থ হওয়ার পরে আমার শেষ সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যায় সেই জন্য সুস্থ হওয়ার পরও আমি প্রতিদিন একটি করে ব্লগ শেয়ার করতে পারছি না। নিয়মিত ব্লগ শেয়ার করতে না পারার জন্য প্রথমেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমি আবার প্রতিদিন একটি করে ব্লগ শেয়ার করব সবার সাথে।
যাইহোক আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু সময় ফুটবল খেলা ইনজয় করার মুহূর্তের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব।

20220606_170103.jpg
কিছুদিন আগে কোন এক বিকেলে আমি একটু হাঁটাহাঁটি করার জন্য বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি মাঠে গেছিলাম । সেই মাঠের কাছেই আমার এক বন্ধুর বাড়ি ছিল। মাঠের কাছে গিয়ে আমি সেই বন্ধুকে ফোন করি তারপর সেই বন্ধু এলে আমরা দুজনে সেই মাঠে একটু হাঁটাহাঁটি করার জন্য যাই। গিয়ে দেখি পাড়ার ছেলেরা সেখানে ফুটবল খেলায় মেতে উঠেছে। খুবই সুন্দর এক দৃশ্য ,তারা খুব মজা করে ফুটবল খেলছিল সেই সময় তাদের কিছু ফটোগ্রাফি করি। ফুটবল খেলার দৃশ্য উপভোগ করতে করতে আমরা একটা জিনিস দেখি সেটি হলো একটি ছোট শিশু বার বার সেই ফুটবল খেলার মাঝে চলে যাচ্ছিল তাকে বারবার মাঠের কোনায় নিয়ে আসা হচ্ছিল কিন্তু তারপরে আবার সে মজা করার জন্য মাঠের ভিতরে চলে যাচ্ছিল ।সেই মুহূর্তেরও কিছু ফটোগ্রাফি করেছিলাম যা আজ শেয়ার করলাম। আমি এবং আমার বন্ধু সেখানে ৩০ মিনিটের মত হাঁটাহাঁটি করেছিলাম এবং হাঁটাহাঁটি করতে করতে ছেলেদের খুব সুন্দর ফুটবল খেলার দৃশ্য উপভোগ করেছিলাম।

20220606_170044.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান :Near Dakbunglow more ,Barasat

20220606_170109.jpg

20220606_170129.jpg

20220606_170450.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান :Near Dakbunglow more, Barasat

20220606_170453.jpg

20220606_170500.jpg

20220606_170513.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান :Near Dakbunglow more ,Barasat

20220606_170607.jpg

20220606_170034.jpg
ছেলেদের ফুটবল খেলার দৃশ্যের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমার সাথে শেয়ার করো । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The fun of playing football at home in the village is different. At one time we also played football a lot.

Thanks for your comment brother.