নাম না জানা গোলাপী রঙের একপ্রকার ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  9 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও এই ফুলের নাম আমার জানা নেই, জানা থাকলে অবশ্যই নামটা তোমাদের সাথে শেয়ার করতাম। যাইহোক, সব সময় তো সব ফুলের নাম জানা সম্ভব হয় না। তবে অধিকাংশ সময় চেষ্টা করি, যে ফুলগুলোর ফটোগ্রাফি শেয়ার করার, সেই সাথে সেগুলোর নামও শেয়ার করার। তবে আজকের ফটোগ্রাফির ফুলগুলোর নাম আমার জানা নেই। বেশ কিছুদিন আগে কলকাতার একটি পার্কে ঘুরতে গেছিলাম। সেটা তোমরা সবাই জানো কারণ সেখান থেকে তোলা অনেক ফটোগ্রাফি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সেই পার্কে গিয়ে বিভিন্ন ফুলের পাশাপাশি এই ফুলটিও আমি দেখেছিলাম। তবে এই ফুলের ফটোগ্রাফি আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই ফুল গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। থোকায় থোকায় এই ফুলগুলো ফুটেছিল। ফুলগুলো এত সুন্দর লাগছিল আমি সেই সময় ফুলগুলোর কাছে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। তবে শেয়ার করব করব করে এতদিনে শেয়ার করা হয়নি। তাই বেশ কিছুদিন পরে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ এই ফুলগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও নামটা।

InShot_20240217_110737784.jpg

InShot_20240217_110830891.jpg

InShot_20240217_111033170.jpg

InShot_20240217_111013311.jpg

InShot_20240217_111105466.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা নাম না জানা গোলাপী রঙের একপ্রকার ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

From the photographic results, this flower is quite interesting.

Thanks for your comment.

Where is your twitter promotion post link ?

i have shared it.

ইদানিং দেখা যায় যে কোন পার্কের মধ্যেই ফুল গুলো অনেক বেশি। যদিও এই ফুলের নাম আমিও জানি না। কিন্তু ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের কালার রয়েছে এই ফুলের।

কিন্তু ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে।

একদম ঠিক কথা বলেছেন আপু। এইগুলো দেখতে সত্যিই বেশ ভালো লাগে।